ad720-90

স্যামসাংয়ের উত্তরাধিকারী লি’র রায় ২৯ অগাস্ট


দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়ে এক বছর আটক থাকার পর ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পান স্যামসাং গ্রুপের এই ভাইস চেয়ারম্যান। এবারে ২৯ অগাস্ট এই মামলায় রায় দেবে দেশটির সর্বোচ্চ আদালত– খবর রয়টার্সের।

ঘুষ দেওয়া ও তহবিল আত্মসাতের দায়ে লিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল কোরিয়ার একটি নিম্ন আদালত। সিউলের হাই কোর্ট ওই সাজার মেয়াদ ছয় মাস কমিয়ে আড়াই বছর করে এবং দণ্ড স্থগিত করে তাকে মুক্তি দেয়।

বিশ্বের অন্যতম শীর্ষ কর্পোরেট সাম্রাজ্যের উত্তরাধিকারী ৫১ বছর বয়সী লি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে বন্দী ছিলেন।

ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার ও বলপূর্বক নিয়ন্ত্রণের অভিযোগে ক্ষমতা হারানো দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাইকে ঘুষ দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন লি।

স্যামসাং গ্রুপের প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসের ওপর নিজের নিয়ন্ত্রণ জোরদার করার জন্য পার্ককে ঘুষ দিয়েছিলেন, এমন অভিযোগের পাশাপাশি তহবিল আত্মসাত এবং অন্যান্য অভিযোগে লিকে দোষী সাব্যস্ত করেছিল নিম্ন আদালত।

সরকারী কৌসুলিরা লিয়ের ১২ বছরের কারাদণ্ডের আর্জি জানিয়েছিল।

এ মামলায় লি এবং রাষ্ট্র পক্ষের আইনজীবী দুই পক্ষই সুপ্রিম কোর্টে আপিল করেছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar