ad720-90

অস্ট্রেলিয়ায় কুমির নজরদারিতে ড্রোন


এই ড্রোন বানিয়েছে লিটল রিপার গ্রুপ এবং ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি। ড্রোনটি সাগরের ১৬টি ভিন্ন প্রজাতির প্রাণী শনাক্ত করতে পারে এবং এটি ৯৩ শতাংশ নিখুঁত বলে দাবি করেছে নির্মাতা দলটি– খবর বিবিসি’র।

ড্রোনগুলোতে রাখা হয়েছে সাইরেন, স্পিকার এবং পানিতে ভেসে থাকার প্রযুক্তিসম্পন্ন ডিভাইস। বিপদে রয়েছেন এমন সাঁতারুদের পাশে ফেলা হবে এই ডিভাইসগুলো।

লিভারপুল জন মুরস ইউনিভার্সিটির ড. সার্গি উইচ এটিকে “চমৎকার একটি ধারণা” বলে আখ্যা দিয়েছেন।

বিবিসিকে ড. সার্গি বলেন, “এটি ড্রোনের একটি দারুন ব্যবহার। এটি যদি মানুষের নিরাপত্তা বাড়ায় তবে এটি আসলেই অনেক উপকারী।”

লিটল রিপার গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা পল স্কালি-পাওয়ার বলেন, “কুইন্সল্যান্ড সরকার তাদের বলেছিলেন, ‘তোমাদের জন্য কী আমাদের দিক থেকে কোনো চ্যালেঞ্জ আছে?’ এবং এর পরপরই অবশ্য তারা চ্যালেঞ্জের রূপটিও বাতলে দেন। ‘তোমরা কী আমাদের জন্য কুমির শনাক্ত করতে পারবে?’ ”

“কুমির অন্ধকার এবং কাঁদা পানির মতোই মানুষকে হামলা করছে। তাই আমরা চ্যালেঞ্জটা নিয়েছি।”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar