গবেষণা ও উন্নয়নে রেকর্ড বিনিয়োগ স্যামসাংয়ের
স্যামসাংয়ের অর্ধবার্ষিকী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের প্রথম ছয় মাসে গবেষণা ও উন্নয়ন খাতে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি খরচ করেছে মোট ৮৪০ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে ১২.২ শতাংশ বেশি। আরঅ্যান্ডডি খাতে খরচ বাড়ার পাশাপাশি প্রতিষ্ঠানের বিক্রিও রেকর্ড পরিমাণ বেড়েছে। এই ছয় মাসে প্রতিষ্ঠানের বিক্রি বেড়েছে ৯.৩ শতাংশ– খবর আইএএনএস-এর। এ বছর স্যামসাংয়ের… read more »