ad720-90

Basic computer training program | Microsoft office bangla


কেমন আছেন সবাই? আশা করা যায় সবাই ভালো আছেন।

ধারাবাহিকভাবে আমার  প্রতিটি নতুন টিউনের সাথে থাকবে ভিডিও টিউটোরিয়াল। ভিডিও দেখার পরে কোন সমস্যা বা জিজ্ঞাসা থাকলে টিউমেন্ট করুন। বেসিক কম্পিউটার থেকে এডভান্স লেভেল পর্যন্ত পর্যায়ক্রমে থাকবে আমার পর্ব। প্রতিটি পর্ব ভালোভাবে দেখুন, সিরিয়ালি দেখুন এবং আমার সাথে অনুশীলন করুন। আজকের এই পর্ব থাকবে বেসিক কম্পিউটার নিয়ে। এই পর্বে মাইক্রোসফট এক্সেল নিয়ে আলোচনা করা হবে এবং মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কিভাবে আপনি একটি সেলারি শীট  তৈরি করবেন তার বিস্তারিত বর্ননা থাকবে আজকের আলোচনায়।

আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ও ঘুরে আসতে পারেন অন্যান্য টিউটোরিয়াল দেখার জন্য।

তো চলুন শুরু করা যাক।

গত পর্বে আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে ক্যাশ মেমো তৈরি করা নিয়ে আলচনা করেছিলাম এবং সেখান থেকে আমরা জেনারেলি বেসিক কাজ এবং টুলস এর সাথে পরিচিত হয়েছি। যারা গত পর্ব দেখতে পারেন নি তারা টিউনার প্রফাইল থেকে দেখে নিবেন এবং আপনাদের কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই টিউমেন্ট করুন।

এক্সেল ব্যবহারকরে কিভাবে সেলারি শীট তৈরি করতে  হয় সে বিষয় নিয়ে আলোচনা থাকবে আজকের টিউটোরিয়াল এ।

মনযোগ দিয়ে দেখুন, অনুশীলন করুন এবং কোন সমস্যা হলে টিউমেন্ট করুন।

মাইক্রোসফট এক্সেল এ থাকে রো এবং কলাম। এই রো এবং কলাম নিয়ে তৈরি হয় সেল। অর্থাৎ টেবিল। আমরা যদি এক্সেল এর কাজ একটূ ভালোভাবে জানতে পারি তাহলে আমরা অনেক কিছুই তৈরি করতে এবং এক্সেল ব্যবহার সহজেই করতে পারবো।

এক্সেল এর ধারাবাহিকতায় আপনাদের জন্য থাকবে ক্যাশমেমো তৈরি, রেজাল্ট শীট, সেলারি শীট, যোগ, বিয়োগ, গুন, ভাগ, এবং হয়তো কিছু ফর্মুলাও থাকবে পর্যায়ক্রমে।

সুতরাং আমার সবগুলা ভিডিও সিকুয়েন্স অনুসারে দেখতে থাকুন এবং অনুশীলন করতে থাকুন।

এত টুলস এর ব্যবহার লিখে বোঝানো সম্ভব হয়না এবং লিখতে গেলে অনেক লিখতে হয়।

ভিডিও দেখুন, কোন সমস্যা মনে হলে টিউমেন্ট করুন  আর সেই সাথে নিয়মিত অনুশীলন করুন।

নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দেয়ার জন্য শেয়ার করুন।

তো আজ এই পর্যন্তই।

পরবর্তী পর্বে আবার দেখা হবে।

ততদিন সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Techtunes BD

Average rating:   0 reviews



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar