ad720-90

এক ক্লিকে আপনার ফোনের সকল ডাটা রিকভার করে নিন। যদি আপনি রিকভারি করতে ব্যর্থ হয়ে থাকেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য।


কোন ভুলের কারণে বা সমস্যার কারণে আপনার ফোনের সকল ডাটা (ভিডিও, অডিও, ফাইল, ছবি) যা কিছু আছে তা যদি ডিলিট হয়ে যায় তখন কি করবেন ?

মনে করুণ আপনি অনেক ভাবে চেষ্টা করেছেন রিকভার করতে কিন্তু ব্যর্থ হয়েছেন। তখন আপনি কি করবেন ?

আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনার ডাটা ফিরিয়ে আনার জন্য আপনাকে পুনরায় আবার চেষ্টা করতে হবে। আমি আপনাদের দেখাব কিভাবে শেষবারের মত চেষ্টা করে দেখবেন।

এর জন্য আমি আপনাদের জন্য এমন একটি সফটওয়্যার নিয়ে আসলাম যার মাধ্যমে আপনি সফলভাবে ডাটা রিকভার করতে পারেন। তাহলে শুরু করা যাক।

প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। পাসওয়ার্ড 123

ডাউনলোড করার পর জিপ ফাইলটি আনজিপ করে ফাইল ফোল্ডার থেকে সফটওয়্যারটি ইন্সটল করুণ।

ফাইল ফোল্ডার থেকে Fix ফাইলটি Extract করুণ।

এরপর fix ফোল্ডার থেকে ফাইলটি কপি করুণ।

কপি করার পর ইন্সটল করা সফটওয়্যারের শর্টকাট থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করুণ।

ফাইল লোকেশনে যাওয়ার পর কপি করা ফাইলটি paste করে দিন

ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করুণ।

এরপর generate এ ক্লিক করুণ।

এখন সফটওয়্যার টি ওপেন করে key তে ক্লিক করুণ।

এরপর generate করা আইডি আর কী copy/paste করে দিন।

আপনাদের মনে রাখতে হবে যে, windows defender firewall থেকে সফটওয়্যারটি ব্লক করে দিতে হবে।

যারা এন্টিভাইরাস ব্যবহার করেন বা windows defender firewall থেকে ব্লক করবেন তা ভিডিওতে দেখানো হয়েছে। এছাড়া কিভাবে আপনার ফোন রুট করবেন তা দেখানো হয়েছে। ভিডিও দেখার পর আশা করি আপনারা আপনার ফোনের ডাটা রিকভারি করতে পারবেন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ

ভাল লাগলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন।

কিভাবে সফটওয়্যার ফ্রিতে ব্যবহার করবেন ভিডিও গুলোতে খুঁজে পাবেন।

সকলেই ভাল থাকবেন।

ধন্যবাদ।

The post এক ক্লিকে আপনার ফোনের সকল ডাটা রিকভার করে নিন। যদি আপনি রিকভারি করতে ব্যর্থ হয়ে থাকেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। appeared first on Trickbd.com.



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar