ad720-90

৩০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি দেখালো শিয়াওমি


এই ফাস্ট চার্জিং প্রযুক্তিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির শূন্য থেকে ৫০ শতাংশ ২৫ মিনিটে চার্জ করার লক্ষ্য নিয়েছে শিয়াওমি– খবর  আইএএনএস-এর।

একই প্রযুক্তিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি পুরোপুরি চার্জ হতে সময় লাগবে ৬৯ মিনিট। এর আগে প্রতিষ্ঠানের সবচেয়ে দ্রুতগতির চার্জিং ব্যবস্থা ছিলো মি৯ স্মার্টফোনে। ২০ ওয়াটের চার্জার দিয়ে ডিভাইসটির ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির ৩০ শতাংশ চার্জ হতো ৩০ মিনিটে।

শিয়াওমির নতুন মি৯ প্রো ৫জি ফ্ল্যাগশিপ স্মার্টফোনে প্রথম ৩০ ওয়াটের মি চার্জ টার্বো ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

দ্রুতগতির নতুন এই চার্জার ডিভাইসটির সঙ্গেই বাক্সে দেওয়া হবে নাকি এটি আলাদা কিনতে হবে তা নিশ্চিত করে জানায়নি শিয়াওমি। মি৯ স্মার্টফোনের ক্ষেত্রে আলাদাভাবে ২০ ওয়াটের চার্জার কিনতে হয়েছে গ্রাহককে।

এর আগে তারযুক্ত একটি ১০০ ওয়াটের চার্জিং প্রযুক্তিও দেখিয়েছে শিয়াওমি। তবে কোনো পণ্যে এখন পর্যন্ত দেখা যায়নি এই প্রযুক্তি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar