ad720-90

আইফোন ১১-এর উৎপাদন বাড়ালো অ্যাপল


আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, “এ বছর আইফোন উৎপাদনের ক্ষেত্রে অ্যাপল অনেকটাই রক্ষণশীল ছিলো, যা আগের বছরের নতুন আইফোনের চেয়েও কম।”

“উৎপাদন বাড়ানোর পর আইফোন ১১ সিরিজের ইউনিটের সংখ্যা আগের বছরের চেয়ে বেশি হবে।”

আইফোনের উৎপাদন বেশিরভাগ বাড়ানো হয়েছে সস্তা আইফোন ১১ এবং আইফোন ১১ প্রো’র। ১০৯৯ মার্কিন ডলারের আইফোন ১১ প্রো ম্যাক্সের উৎপাদনও বাড়ানো হয়েছে কিছুটা।

প্রতিবেদনে আরও বলা হয়, উৎপাদন বাড়ানোর বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে সরবরাহকারীরা। বাড়তি অর্ডার দীর্ঘস্থায়ী হবে না বলে চিন্তিত তারা।

কর্মকর্তা পর্যায়ের এক ব্যক্তি বলেছেন, “চাহিদা এখন খুব ভালো। তবে আমাদের খুব বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না। আমি আশা করছি এ বছরের পিক সিজন আগের বছরের তুলনায় দীর্ঘস্থায়ী হবে।”

এই বছরের সেপ্টেম্বরে অ্যাপল নতুন তিনটি মডেলের আইফোন বাজারে আনে যা আগের বছরের চেয়ে উন্নত মডেল এবং ভালো ক্যামেরা হলেও তুলনামূলক দামে সস্তা। এবারে নতুন আইফোনের দাম শুরু হয়েছে ৬৯৯ মার্কিন ডলার থেকে যেখানে আগের বছর আইফোন Xআর-এর দাম শুরু হয়েছিল ৭৪৯ মার্কিন ডলার থেকে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar