ad720-90

৬ জিবি RAM নিয়ে লঞ্চ হলো Huawei Nova 5z


এক দিকে শক্তিশালী RAM। অন্যদিকে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা-সহ কোয়াড ক্যামেরা সেটআপ। এমনই আকর্ষণীয় ফিচার-সহ প্রকাশ্যে এল চীনা সংস্থা Huawei-এর নতুন স্মার্টফোন Nova 5z।

সোমবার চীনে প্রকাশ্যে এল Nova 5zi-এর বাজেট সংস্করণ Nova 5z।  দেখে নেওয়া যাক Huawei Nova 5z-এর স্পেসিফিকেশন আর দাম।

Huawei Nova 5z -এ থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ যার মধ্যে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর+ ৮ মেগাপিক্সেল (ওয়াইড অ্যাঙ্গেল লেন্স)+ ২ মেগাপিক্সেল (ম্যাক্রো লেন্স) + ২ মেগাপিক্সেল (ডেপ্থ সেন্সর)। সেলফির জন্য থাকছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।

তিনটি সংস্করণে লঞ্চ হচ্ছে Huawei Nova 5z। ৬ জিবি RAM+ ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৮ জিবি RAM+ ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সানে প্রকাশিত হচ্ছে Huawei Nova 5z। থাকছে octa-core HiSilicon Kirin 810 SoC প্রসেসর।

Huawei Nova 5z ফোনে থাকছে ৪,০০০ mAh ব্যাটারি। অর্থাত্ স্পেসিফিকেশনের তুলনায় ব্যাটারি কিঞ্চিত কম। তবে, এর সঙ্গেই থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে Android 9.0।

থাকছে ৬.২৬ ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের এক কোনে থাকছে পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। ডিসপ্লে রেজোলিউশন ১০৮০ x ২৩৪০ পিক্সেল।

চীনে ৬ জিবি RAM+ ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ১,৫৯৯ ইয়ান। ৮ জিবি RAM+ ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সানের দাম ১,৭৯৯ ইয়ান। চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতেই এই ফোন আসতে পারে বলে মনে করা হচ্ছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar