ad720-90

এলো ভারতে সংযোজন করা আইফোন এক্সআর


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ফক্সকনের কারখানাতেই আইফোন এক্সআর-এর সংযোজন কাজ চলছে। দেশটির সোর্সিং সংশ্লিষ্ট নিয়ম মেনেই সেখানের খুচরা দোকানে বিক্রি হবে আইফোন এক্সআর। এতে করে কিছুটা হলেও আমদানি করের হাত থেকে রেহাই পাবে অ্যাপল।

ইতিমধ্যে ভারতের বাজারে চলেও এসেছে ‘ভারতে সংযোজিত’ লেখা আইফোন। সোমবার দেশটির অনেক দোকানেই ‘ভারতে সংযোজিত’ ট্যাগসমৃদ্ধ ৬৪ জিবি সংস্করণের আইফোন এক্সআর দেখা গেছে। ওই ফোনগুলির দাম ধরা হয়েছে ৪৯ হাজার নয়শ’ ভারতীয় রূপি যা ৭০৪ মার্কিন ডলারের সমান।

বিষয়টি নিয়ে রয়টার্স মন্তব্যে বলেছে, ‘ভারতের বাজারে সুবিধা করতে সেখানে আইফোন এক্সআর-এর দামও কমিয়ে এনেছে অ্যাপল।’

চলতি বছরের শুরুতে ভারতে অ্যাপলের আইফোন সংযোজন পরিকল্পনা বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল রয়টার্স। সে সময় বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাপল।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারতকে স্মার্টফোন উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। এদিকে আবার অ্যাপলের মতো প্রতিষ্ঠানগুলোও চলমান চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধের প্রভাবকে পাশ কাটানোর জন্য রপ্তানি কেন্দ্র হিসেবে ভারতকে কাজে লাগাতে চাচ্ছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar