ad720-90

নাগরদোলার মতো ঘুরবে মহাকাশের প্রথম হোটেল!


ঘুরতে যাওয়া যাদের নেশা, তাদের জন্য নতুন দিগন্ত খুলে যেতে পারে আগামী কয়েক বছরের মধ্যেই। পৃথিবী ছাড়িয়ে তারা বার ঘুরতে যেতে পারবেন মহাকাশেও। সেখানে গিয়ে দিন কয়েক আমোদ প্রমোদ করতে পারেন। এমনই ব্যবসায় উদ্যোগী হয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়ারদ্য গেটওয়ে ফাউন্ডেশননামের একটি স্টার্ট আপ সংস্থা। ২০২৭এর মধ্যে মহাকাশে হোটেল চালু করার পরিকল্পনা নিয়েছে আমেরিকার ওই সংস্থা।

ওই সংস্থা ভন ব্রন রোটেটিং স্পেস স্টেশনে হোটেল তৈরির পরিকল্পনা করেছে। সেখানে নাগরদোলার মতো ঘুরবে হোটেলের ২৪টি মডিউল। এই ঘূর্ণনের জেরে কৃত্রিম অভিকর্ষ বলও তৈরি হবে। যার জেরে পৃথিবীর মতোই হোটেলের ভিতর ঘুরে বেড়াতে পারবেন সকলে।

২৪টি মডিউলের মধ্যে থাকবে বিভিন্ন রকমের সজ্জা। ১০০ জন অতিথি থাকতে পারবেন সেখানে। ওই মডিউল গুলিতে থাকবে রেস্তরা, জিম, বার, কনসার্টের জায়গা, সিনেমা হল সব রকম বিনোদনের ব্যবস্থা।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar