ad720-90

টিকটক-এ চ্যানেল খুললো ডব্লিউডব্লিউই


উদ্যোগের অংশ হিসেবে এরই মধ্যে নিজেদের অফিশিয়াল টিকটক চ্যানেলও খুলে ফেলেছে ডব্লিউডব্লিউই।

টিকটক ব্যবহারকারীদের জন্য ৩০ জনেরও বেশি ডব্লিউডব্লিউই তারকার ‘এনট্র্যানস থিম’ মিউজিক আনার কথাও জানিয়েছে মার্কিন এ প্রতিষ্ঠানটি। স্টিভ অস্টিন, আন্ডারটেকার, আল্টিমেট ওয়ারিয়র, বেকি লিঞ্চ, জন সিনা’র মতো রেসলার তারকাদের ওই থিম মিউজিকগুলোকে টিকটক কনটেন্ট লাইব্রেরিতে যোগ করা হবে। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস’র।

ফলে ওই থিম মিউজিকগুলো ব্যবহার করে নিজের পছন্দ মতো ভিডিও তৈরি করতে পারবেন টিকটক ব্যবহারকারীরা।

এ প্রসঙ্গে ডব্লিউডব্লিউই, অ্যাডভান্সড মিডিয়া’র নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট জেয়ার ডনলান বলেছেন, “এখন থেকে ডব্লিউডব্লিউই’র বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে জুড়ে নিয়ে নিজেদের শেয়ার করার মতো গল্প তৈরি করতে পারবে টিকটক কমিউনিটি। এর ফলে ডব্লিউডব্লিউই কনটেন্টের ব্যবহার নতুন মাত্রায় পৌঁছে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

অন্যদিকে টিকটকের বৈশ্বিক অংশীদারিত্ব প্রধান মায়ান শার্ফ বলেছেন, “রেসলিংয়ের অনুরাগ ও উত্তেজনাকে ধারণ করে নতুন ও মজাদারভাবে খেলা ও বিনোদনকে জুড়ে দিয়েছে ডব্লিউডব্লিউই। এ অংশীদারিত্বের মধ্য দিয়ে টিকটকের বৈশ্বিক কমিউনিটির জন্য ওই উত্তেজনাকে নিয়ে আসতে চাচ্ছি আমরা।”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar