ad720-90

ট্রিকবিডিতে অর্জনকৃত জ্ঞানের বাস্তব প্রয়োগ এবং HSC 2019 All board Questions.[PDF=27.9MB]


আমার এ নিয়ে আলাদা দুটি পোস্ট করার ইচ্ছে ছিল কিন্তু ভাবলাম দুই পোস্টকে এক করে ভালোভাবে মিক্স করা যায়,
এতে অনেকের অনেক কিছু শিখা হয়ে যাবে। যাদের HSCশুধু ২০১৯ এর প্রশ্ন দরকার তারা এখানে ক্লিক করে PDF ফাইলটি ডাউনলোড করে নিন।
Size:27.9MB
Page:118
Board:All(2019) (Without Mcq)

বাকি যারা জানতে চান কীভাবে আমি এই কাজটি করলাম
এবং ট্রিকবিডি ও অন্যান্য জায়গায় অর্জনকৃত জ্ঞান সরাসরি কাজে লাগালাম তারা এই পোস্টটি সম্পূর্ণ পড়েন।
এই পোস্টটি পড়ে যা যা জানতে পারবে শিক্ষার্থীরা😋:

  • কীভাবে গুগল থেকে বিভিন্য বোর্ডের প্রশ্ন সংগ্রহ করতে হয়।
  • কীভাবে কোনো ওয়েব পেইজ থেকে সব Photo এক ক্লিকে
    ডাউনলোড করতে হয়।
  • কীভাবে Zip ফাইল কে Pdf এ কনভার্ট করতে হয়।
  • কীভাবে ওয়েব পেইজ কে Pdf এ সরাসরি কনভার্ট করতে হয়।
  • কীভাবে PDF Compress বা সাইজ কমাতে হয়।

২০২০ সালে HSC পরীক্ষার্থিদের জন্য 2019 সালের
প্রশ্ন গুলো সলভ করা খুবই জরুরি। এতে প্রিপারেশন
এর পার্সেন্টেজ অনেক বেড়ে যাবে। কিন্তু ২০১৯ সালের
প্রশ্ন থাকে নতুন কোনো বইয়ে, গাইডে বা টেস্ট পেপারে।
অনেকের পক্ষে তা কেনা সম্ভব হয়ে থাকে না। আমিও কিন্তে
পারিনি আমার সময়ে। তাই গুগলে খুজাখুজি করে অনেক
কষ্টে সকল বোর্ডের ২০১৯ সালের প্রশ্ন গুলো পেলাম।
কিন্তু তা ছিল Jpg বা ছবি আকারে। প্রথমে ইচ্ছে ছিল সবগোলো
ফোল্ডার করে আপলোড দিয়ে দিব। কিন্তু পরে ভাবলাম এভাবে
পড়তে অনেক কষ্ট হয়ে যাবে। PDF ছাড়া উপায় নেই।

কিন্তু ইন্টারনেট থেকে প্রতিটি ছবি ডাউনলোড করা কষ্টকর হয়ে যাচ্ছিল। তাই বহু আগে দেখা ট্রিকবিডির এক পোস্ট এর কথা মনে পড়ে। সেখানে দেখানো হয়েছিল কীভাবে কোনো ওয়েব পেইজ থেকে সব ছবি একসাথে ডাউনলোড করতে হয়।কিন্তু সে পোস্ট খুজে পেলাম না। গুগলে Download All Photos From A Page লিখে সার্চ দিলাম এবং দেখলাম এই কাজ করার জন্য অনেক ওয়েবসাইট আছে, তাই সে মোতাবেক ডাউনলোড করে ফেললাম সব গুলো ছবি।

সেখানেও ছোট এক সমস্যা হল, সব ছবি ডাউনলোড হয়েছে ঠিকই কিন্তু এর সাথে পেইজে থাকা সব Icon গুলোও ডাউনলোড হয়ে গিয়েছিল। তাই সব Icon গুলো ডিলেট করে দিলাম,এবার ছবিকে Pdf করতে গিয়ে অনলাইনের সহযোগিতা নিলাম আবারো। অনেক Online কনভার্টর আছে যারা Zip ফাইল কে PDF এ কনভার্ট করে দেয়।

কিন্তু সেখান থেকে Pdf করার পর যা দেখলাম ছবিগুলো উলটপালট হয়ে গেছে। অর্থায় সকল বোর্ডের প্রশ্ন গোলো এলোমেলো হয়ে গিয়েছিল। কিন্তু এইভাবে তু আর Pdf বানানো যায় না।
মাথায় তখন আরেক বুদ্ধি এল কেননা আমি ওয়েব পেইজ টাকেই সরাসরি Pdf এ কনভার্ট করে ফেলি এতে ছবি গুলোও আলাদা করে ডাউনলোড করতে হবে না কষ্ট ও কম হবে। যা ভাবলাম তাই করলাম।


PDF আপলোড দেয়ার পর দেখলাম সাইজ প্রায় ১০০ এম্বির মত, আমি জানি যাদের টেস্ট পেপার বা গাইড কিনার সামর্থ নেই
তাদের 100 Mb ডাটা খরছ করাও কঠিন হয়ে পড়ে (যেমন আমি).তাই আবার অর্জনকৃত জ্ঞান কাজে লাগালাম।

Play Store থেকে Pdf Compressor ডাউনলোড করলাম। এর কাজ হল কোয়ালিটি ঠিক রেখে Pdf এর সাইজ কমিয়ে দিবে, এটি ভালই কাজ করল। এইভাবে আমি আমার PDF টি আপলোড দিতে সক্ষম হই।

এখান থেকে যা জানা হল তা হচ্ছে আমি এখানে করা কাজ এর ৯০ পার্সেন্ট করেছি অনলাইনের সাহায্যে। অর্থাৎ Compress, Convert এই জাতীয় সকল কাজ অনলাইনে করা
যায় এর জন্য কোনো Thrid Party App এর দরকার পরে না।
Pdf,Jog,Zip,doc,mp4 ইত্যাদি সকল ফর্মেটের ফাইল কনভার্ট করা যায় অন্যান্য Format এ, শুধুমাত্র গুগল কে ব্যবহার করতে জানলেই হল।

পোস্ট পড়ে কেমন লাগল জানাবেন, লাইক কমেন্ট করলে ভাল হয়, বিদায়





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar