ad720-90

মেসেঞ্জার সাইন আপে লাগবে ফেইসবুক অ্যাকাউন্ট


পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে নতুনদেরকে এই নিয়মের আওতায় ফেলছে মার্কিন সোশাল জায়ান্ট ফেইসবুক। সর্বপ্রথম বিষয়টি সম্পর্কে জানিয়েছে ভেঞ্চারবিট। নতুন বাধ্যবাধকতা প্রসঙ্গে ফেইসবুক মুখপাত্র বলেছেন, “অধিকাংশই ফেইসবুকের মাধ্যমে মেসেঞ্জারে লগ-ইন করেন, আমরা শুধু প্রক্রিয়াটিকে আরও সহজ করতে চাচ্ছি।” – খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের।

বর্তমানে যেসব মেসেঞ্জার অ্যাকাউন্টের সঙ্গে ফেইসবুক যুক্ত নয়, সেগুলোতে আপাতত কোনো সমস্যা হবে না। ২০১৫ সাল থেকেই শুধু ফোন নম্বর ব্যবহার করেই মেসেঞ্জারে ‘সাইন-আপ-এর সুযোগ করে রেখেছিল ফেইসবুক।

সিনেট উল্লেখ করেছে, মেসেঞ্জার, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সেবাকে আরও কাছে নিয়ে আসার পরিকল্পনা করেছে ফেইসবুক। প্রতিষ্ঠানটি বলছে, তাদের মালিকানাধীন তিনটি সেবার সব যোগাযোগ ‘এন্ড-টু-এন্ড’ এনক্রিপশন বলয়ে পরিবেষ্টিত থাকবে। এর মানে হচ্ছে, শুধু দাতা ও গ্রহীতা মেসেজ দেখার সুযোগ পাবেন।

শুধু নিজেদের তিনটি বড় সেবাকে সংযুক্ত নয়, নিজেদের সেবার মাধ্যমে হওয়া যোগাযোগকে গোপনতার আস্তরে ঢেকে ফেলার পরিকল্পনাও করেছে ফেইসবুক। পাবলিক ‘নিউজ ফিড’ ধাঁচের অবসান ঘটিয়ে ব্যক্তিগত গ্রুপ চ্যাট এবং ব্যক্তিগত মেসেজ যোগাযোগ ধাঁচে নিজেদের পুরো সেবাকে সাজাতে চাইছে ফেইসবুক।

“গোপনতাই ভবিষ্যত বলে বিশ্বাস করি আমি। এটাই হবে আমাদের সেবার পরবর্তী অধ্যায়।” – বলেছেন ফেইসবুক প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar