ad720-90

‘টাচস্ক্রিন’ ম্যাকবুকের ইঙ্গিত অ্যাপলের


মার্কিন পেটেন্ট নাম্বার ২০২০০০১৯৩৬৭-তে এর নাম দেওয়া হয়েছে “ক্রস-ডিভাইস ইন্টারঅ্যাকশনস”। পেটেন্টের বর্ণনায় স্পষ্টভাবে টাচস্ক্রিন ল্যাপটপের কথা বলেছে অ্যাপল- খবর আইএএনএস-এর।

পেটেন্টের বর্ণনায় বলা হয়, “কিছু সন্নিবেশে, পর্দা ৫০১২ একটি টাচ-সেনসিটিভ পর্দারও কাজ করে।” এ ছাড়াও “এ ধরনের একটি বা কয়েকটি সন্নিবেশে গ্রাহক পর্দা ৫০১২-তে গ্রাহক আঙ্গুল দিয়ে বিভিন্ন ধরনের ইনপুট দিতে পারবেন।”

নতুন এই টাচস্ক্রিন পর্দাটি বিভিন্ন ফিচার ও কমান্ডের জন্য ব্যবহার করা হতে পারে।

এর আগে অ্যাপলের জেষ্ঠ্য ভাইস প্রেসিডেন্ট ক্রেইগ ফেডেরিঘি বলেছিলেন, প্রতিষ্ঠান টাচস্কিন ম্যাক বানানোর বিরুদ্ধে।

“আমরা আসলেই মনে করি ম্যাক ব্যবহারের কার্যকরিতা হলো আপনার হাত ডিভাইসের ওপর আরামে থাকবে এবং পর্দার খোঁচা দিতে আপনার বাহু ওপরে তোলা খুবই ক্লান্তিকর কাজ,” বলেছিলেন ফেডেরিঘি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar