ad720-90

এবারে বিভ্রাটে ভিডিও গেইম বিপণন সেবা ‘স্টিম’


প্রথমে খবরটি সম্পর্কে জানিয়েছে ডাউন ডিটেক্টর। বিভ্রাটের কারণে স্টিমে প্রবেশ করতে না পারা, গেইমে ল্যাগিং বা গেইম আটকে যাওয়া, অনেক স্টিম ওয়েবসাইট লোড না হওয়া ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে হয়েছে ব্যবহারকারীদের।  — খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের।

শুধু তাই নয়, কমিউনিটি পেইজের পাশাপাশি বিভ্রাটের কবলে পড়েছিল ‘স্টিম স্টোর’-ও। কাউন্টার-স্ট্রাইক: গো, আর্টিফ্যাক্ট এবং ডটা ২ গেইমগুলোতে সমস্যা হতে দেখা গেছে বলেও উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। বিভ্রাট প্রসঙ্গে অবশ্য এখনও কোনো মন্তব্য করেনি স্টিমের মালিক প্রতিষ্ঠান ভালভ কর্পোরেশন।

বিশ্বব্যাপী প্রযুক্তি প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভ্রাটের খবর রাখা ডাউনডিক্টেটরের অন্যতম কাজ।  মঙ্গলবারের ডাউনডিক্টেরের এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, গত বছরের চতুর্থ প্রান্তিকে সবচেয়ে বেশি বিভ্রাটের কবলে কাটিয়েছে ফেইসবুক মালিকানাধীন ফটো শেয়ারিং অ্যাপ ইন্সটাগ্রাম। আর সবচেয়ে কম সময় বিভ্রাটের কবলে ছিল মাইক্রোব্লগিং সাইট টুইটার। বিভ্রাটের কবলে পড়েছিল ফেইসবুকও। বিভ্রাটের হাত থেকে  রেহাই পায়নি স্ন্যাপচ্যাটও।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar