ad720-90

বিটিসিএলের ডিএমডি আসাদুজ্জামান চৌধুরীর শুদ্ধাচার পুরুষ্কার লাভ


লাস্টনিউজবিডি, ০৯ ফেব্রুয়ারি:বিটিসিএলের ডিএমডি (এসও) এবং “মর্ডানাইজেশন অফ টেলিকমিউনেকেশন নেটওয়ার্ক” (এমওটিএন) প্রকল্পের প্রকল্প পরিচালক মো: আসাদুজ্জামান চৌধুরী সংস্থার ১৮-১৯ অর্থবছরে জন্য একমাত্র শুদ্ধাচার পুরুষ্কার অর্জন করেছেন। তার কাজের সততা ,আন্তরিকতা এবং দায়িত্বশীলতার কথা বিবেচনা করে সংস্থার বোর্ড তাকে এই পুরুস্কারে ভুষিত করেছেন । সাথে তিনি এক মাসের বেতনের সমান অর্থও পাবেন ।

বিসিএস টেলিকম ক্যাডারের এই কর্মকর্তা দীর্ঘদিন বিটিসিএলের কোম্পানি সেক্রেটারির দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন ।

গত ৯ ফেব্রুয়ারি ঢাকায় টেলিযোগাযোগ ভবনে বিটিসিএল এর চীফ জেনারেল ম্যানেজার সম্মেলন উপলক্ষে আায়োজিত অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের কাছ থেকে তিনি এই পুরুস্কার গৃহন করেন ।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নূর-উর– রহমানের সভাপতিত্বে বিটিসিএলের এমডি ড. মো: রফিকুল মতিন বক্তৃতা করেন । ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

টেলিযোগাযোগ খাতে অচীরেই নয়া বিপ্লব আনছে বিটিসিএল

বিটিসিএলের মাঠ পর্যায়ে কঠোর বার্তা, নড়েচড়ে বসেছে কর্মকর্তারা!

অতীতের যে কোন সময়ের চেয়ে গতিশীলতা ফিরে আসবে: রফিকুল মতিন

বিটিসিএলকে গতিশীল ও লাভজনক করতে নানা পরিকল্পনা নয়া এমডির

ব সূচকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar