ad720-90

এই মার্চেই আসছে আইফোন এসই২?


গুরুত্বপূর্ণ খবরাখবর সময়ের আগেই ফাঁস করে দিয়ে জানানোর ব্যাপারে খ্যাতি রয়েছে ব্লাসের। গিজমো চায়নাও সুর মিলিয়েছে ব্লাসের সঙ্গে। সংবাদমাধ্যমটির শুক্রবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে আসন্ন আইফোন এসই ২-এর পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে অ্যাপল এবং ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই বড় মাপে উৎপাদন শুরু করবে প্রতিষ্ঠানটি। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস’র।

এদিকে, জাপানিজ ব্লগ ম্যাক ওতাকারা দাবি করেছে, ৫.৪ ইঞ্চি পর্দার আইফোন আনছে অ্যাপল। আকারে আইফোন ৮-এর চেয়ে খানিকটা ছোট হবে ফোনটি। তবে, আইফোন ৮-এর চেয়েও বড় রিয়ার ক্যামেরার দেখা মিলবে ফোনটিতে।

এ ছাড়াও কনজিউমার ইলেকট্রনিক্স শো’তে অ্যাপল সরবরাহকারীরা দেখিয়েছিলেন যে অ্যাপল ‘ফেইস আইডি মডেল’ তৈরি করছে। এখন পর্যন্ত ছড়িয়ে পড়া গুজবের বরাতে জানা গেছে, আইফোন এসই২-এ আরও দ্রুতগতির এ১৩ চিপ এবং তিন গিগাবাইট র‌্যাম থাকবে।

আইফোন ১১ সংস্করণের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে আইফোন এসই২-এ। ফোনটির মাদারবোর্ডে ১০ স্তরের পিসিবি (এসএলপি) ব্যবহার করা হবে বলে শোনা যাচ্ছে।

ধূসর, স্পেস গ্রে এবং লাল রংয়ের তিনটি মডেল বাজারে আসবে বলেও খবর ছড়িয়েছে। 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar