ad720-90

চীনা প্রধান কার্যালয় ভবন বিক্রি করছে এলজি


এলজি গ্রুপের এই ভবনের নাম এলজি বেইজিং টুইন টাওয়ারস। গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর ইনভেস্টমেন্ট কর্পোরেশন মালিকানাধীন রিকো চংগন প্রাইভেট লিমিটেডের কাছে ভবন দু’টি বিক্রি করা হবে বলে প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস।

প্রধান কার্যালয়ের এই ভবন দু’টির বর্তমান মালিকানায় রয়েছে এলজি’র তিন প্রতিষ্ঠান এলজি ইলেকট্রনিকস, এলজি কেমিক্যাল এবং এলজি ইন্টারন্যাশনাল। এলজি হোল্ডিং হং কংয়ে নিজেদের শেয়ার বিক্রি করে দেবে এই প্রতিষ্ঠানগুলো।

“বৈশ্বিক অর্থনীতির অস্থীতিশীলতায় নিজেদের অবস্থান আরও মজবুত করতে এবং ভবিষ্যতে ব্যবসা বৃদ্ধির চালিকা শক্তিগুলোতে তহবিল দিতেই” ভবন বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এলজি।

চলতি বছর এপ্রিল মাসের আগেই চুক্তি বাস্তবায়ন হবে বলে জানানো হয়েছে।

২০০৫ সালে চীনের রাজধানীর চাওইয়াং অঞ্চলে টাওয়ারগুলো বানাতে এলজি ব্যয় করেছে ৪০ কোটি মার্কিন ডলার।

এরইমধ্যে দক্ষিণ কোরীয় মূল প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম প্রতিষ্ঠান হিসেবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২০ বর্জন করেছে এলজি। চীনের করোনাভাইরাস আতঙ্কে এবার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ছাড়তে পারে অন্যান্য প্রতিষ্ঠানও।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar