ad720-90

Google Drive File ও অন্যান্য ওয়েব হোস্টিং ফাইল এর Direct Download Link Create করুন খুব সহজেই…..


আসসালামু আলাইকুম।

আশা করি সকলে ভাল আছেন, আমিও ভাল আছি চলুন সরাসরি আমাদের পোস্ট এর টপিক এ চলে যাই।

অনেকেই গুগোল ড্রাইভের ও অন্যান্য পরিচিত ওয়েবসাইট যেগুলি ফাইল হোস্টিং জন্য বিখ্যাত সে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে অনেক সমস্যার মুখে পড়ে যায়। Advertisement & গুগোলের ক্যাপচা একের অধিকবার ফিল করা লাগে। আর যারা নতুন তারা অনেকেই সেসব পেরিয়ে যেতে পারে না।
তাদের জন্য এটা সবচেয়ে ভাল উপায়।
মুলত এসব সমস্যা থেকে মুক্তি পেতে আজ দেখাবো কিভাবে ১ক্লিকে গুগোল ড্রাইভ ও বাকি ওয়েব হোস্টিং এর ফাইলগুলো ডাউনলোড করবেন।
এর জন্য আমরা ইউজ করবো,

এই ওয়েবসাইটের বৈশিষ্ট্যঃ
*
গুগোল ড্রাইভসহ
(anonfile.com, google.com, mediafire.com, mp4upload.com, racaty.com, solidfiles.com, upfile.mobi, uppit.com, userscloud.com, vidoza.net, supervideo.tv, gounlimited.to, gofile.io)

এই সকল ওয়েবসাইট এর যেকোন ফাইল ১ক্লিকে ডাউনলোড লিংক জেনারেট করতে পারবেন।
*ওয়েবসাইট এ কোন প্রকার advertisement নেই সো কোন ঝামেলা ছাড়াই খুব সহজে ফাইল লিংক জেনারেট করতে পারবেন।
* যেকোন লিংককে শর্টেন (ছোট) লিংক বানাতে পারবেন।
* এই ওয়েবসাইট এর মাধ্যমে লিংক জেনারেট করলে কোন প্রকার ভাইরাস স্ক্যান এর ওয়ার্নিং দেখাবে না।
* এই ওয়েবসাইটের মাধ্যমে জেনারেজ করা লিংক DMC( DATA MONITORING COMMITTEE) ও আপনার ফাইল কে কেউ ডিলিট করতে পারবে না। যখন নতুন ছবি ও সিরিজ বের হয় সেগুলার জন্য এই ডিরেক্ট লিংক সবচেয়ে ভাল পন্থা!

এবার একটা গুগোল ড্রাইভ এর ফাইল ডাউনলোড করে দেখিয়ে দিই।

আমি এখানে আপনার filmyfy এর একটা APK ডিরেক্ট লিংক এ ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি।

তো filmyfy এর গুগোল ড্রাইভ লিংক কপি করে আমরা Drivebuzz ওয়েবপেইজ সেখানে গিয়ে প্রথম বক্সে পেস্ট করে দিই নিচের মতো,

এখানে ডিরেক্ট লিংক এর মাধ্যমে ডাউনলোড এর জন্য ৩টি অপশন পাবেন,
সেগুলো হলো-
১. CountDown (ডিরেক্ট লিংক জেনারেট করার পরে আপনি যখন লিংক এ ভিসিট করবেন তখন ৫সেকেন্ড অপেক্ষা করতে হবে ডাউনলোড লিংক আসতে)
২. Button (এই অপশন দিয়ে ডাউনলোড লিংক জেনারেট করলে, জেনারেট করা লিংক এ ডুকলে একটি ডাউনলোড পেজ শো করবে যেখানে ফাইল নেম, ফাইল সাইজ ও ডাউনলোড এর বাটন পেয়ে যাবেন।
৩. Direct (ডিরেক্ট দিয়ে যা বুঝায় তাই, লিংক জেনারেট করে লিংক এ ডুকলেই আপনার ফাইলটি ডাউনলোড শুরু হয়ে যাবে।
আপনার পছন্দমতো যেকোন একটি সিলেক্ট করে Generate এ ক্লিক করলে নিচের মতো ডিরেক্ট লিংক পেয়ে যাবেন।

লিংকটি কপি করে আপনার নতুন ট্যাব এ পেস্ট করুন।
আমি Direct অপশন এ শর্ট লিংক জেনারেট করেছি তাই ডিরেক্ট ডাউনলোড এর অপশন চলে এসেছে।

শুধু গুগোল ড্রাইভের না আরো অন্যান্য পপুলার ফাইল আপলোডার ওয়েবসাইট এর ফাইলের লিংক গুলোও খুব সহজেই ডিরেক্ট লিংক বের করা যাবে।
আশা করি সকলে ট্রাই করবেন ও ভাল লাগবে।
আজকের মতো এখানেই শেষ করলাম,

কেউ চাইলে পোস্ট টি কপি/ করে নিজেরদের ব্লগসাইটে পাবলিশ করতে পারবেন সকলের উপকার হবে। কোন ক্রেডিট দিতে হবে না।

সকলে ভাল থাকুন, সুস্থ থাকুন ও TRICKBD এর সাথেই থাকুন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar