ad720-90

৬,০০০ mAh ব্যাটারিসহ বাজারে আসছে Samsung Galaxy M21


সামনের সপ্তাহে বাজারে আসছে Samsung Galaxy M21। ১৬ মার্চ সামনে আসছে Samsung Galaxy M সিরিজের নতুন এই ফোন। Samsung M সিরিজের সবকটি ফোনের থেকে সবচেয়ে বড় ব্যাটারি ব্যাকআপ থাকছে এই ফোনে। ফোনটির ডিসপ্লে ডিজাইনেও থাকছে চমক।

বাজার চলতি অন্য ফোনগুলির মতো এই ফোনেও থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। Samsung-এর অন্য ফোনগুলির মতো এই ফোনেও থাকছে Super AMOLED ডিসপ্লে। পিছনের তিনটি ক্যামেরার মধ্যে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। অন্য দুই ক্যামেরা সম্পর্কে সঠিক তথ্য না থাকলেও একটি আল্ট্রা ওয়াইড, অন্যটি ম্যাক্রো লেন্স রয়েছে বলে মনে করা হচ্ছে।

Samsung M21-এর সম্ভাব্য স্পেসিফিকেশন:

♦) Samsung Galaxy M21-এ Infinity-U ডিজাইনের ডিসপ্লে রয়েছে।

♦) সেলফি তোলার জন্য থাকছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা।

♦) এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির One UI 2.0 স্কিন চলবে।

♦) ফোনের ভিতরে থাকবে ৬,০০০ mAh ব্যাটারি।

♦) এই ফোনের ভিতরে রয়েছে Exynos 9611 চিপসেট।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar