ad720-90

মেসেঞ্জারের ডেস্কটপ সংস্করণ আনলো ফেইসবুক


অ্যাপলের ম্যাক এবং মাইক্রোসফটের উইন্ডোজ দুই অপারেটিং সিস্টেমের জন্যই উন্মোচন করা হয়েছে মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপটি– খবর বার্তাসংস্থা রয়টার্সের।

দ্রুত ছড়াতে থাকা নভেল করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের অনেকাংশ এখন অবরুদ্ধ। ফলে গ্রাহকের মধ্যে বেড়েছে ভিডিও কলের চাহিদা।

এমন পরিস্থিতিতে ঘরে বসেই কাজ করছেন বিশ্বের লাখো কর্মী, যোগাযোগ রাখছেন পরিবারের বিচ্ছিন্ন সমস্যরা। অফিসের কাজের জন্য বেড়েছে জুমের মতো ভিডিওকনফারেন্সিং অ্যাপের চাহিদা। এমন সময় মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপ আনলো সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি।

মেসেঞ্জারের ডেস্কটপ সংস্করণ আনার পরিকল্পনা গত বছরই জানিয়েছিলো ফেইসবুক। মেসেঞ্জারকে আলাদা প্রতিষ্ঠান করার পদক্ষেপ জানানোর সময়ই এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমটির পক্ষ থেকে বলা হয়, গত মাসে ডেস্কটপ ব্রাউজারের মাধ্যমে মেসেঞ্জারে অডিও এবং ভিডিও কলিং বেড়েছে শতভাগের বেশি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar