ad720-90

বাংলাদেশ থেকে খুব সহজে Paypal একাউন্ট খুলুন এবং যে কোন অ্যাপস থেকে পেমেন্ট নেন এবং সাথে সাথে সেল করুন।


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

জ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে

আজে বাজে কমেন্ট কারির উদ্দেশ্য –

* কোন পোষ্টে আজেবাজে কমেন্ট করবেন না। *

আপনাদের যদি পোস্ট টা ভালো না লাগে তাহলে রিপোর্ট করে চলে যান।

আর যে আজেবাজে কমেন্ট করবেন। সে কমেন্টের উত্তর নিশ্চিত পেয়ে যাবেন।

আর পোস্টে আজেবাজে কমেন্ট করে পোস্ট দাতার পোষ্ট করার আগ্রহ কমিয়ে দেবেন না।

N——————————————————————————-S

**কিভাবে বাংলাদেশ থেকে খুবই সহজে পেপাল একাউন্ট করবেন। **

প্রথমে আপনার মোবাইলে Chorme ব্রাউজারটি ওপেন করুন….

উপরের থ্রি ডট মেনু তে ক্লিক করুন…

Incognito tab ক্লিক করুন….

তারপর উপরে paypal.com/cy লিখে এন্টার করুন….

Sing up for free বাটনে ক্লিক করুন…..

বিজনেস একাউন্ট সিলেক্ট করে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করুন…..

তারপর নিউ একটি জিমেইল লিখুন.. যদি নতুন জিমেইল না থাকে তাহলে খুলুন.. তারপর নিচের continue’ বাটনে ক্লিক করুন…… আমার জিমেইল টা দেখে যেন কেউ হাসেন না….

তারপর আপনার কাঙ্খিত পাসওয়ার্ডটি সেট করে নিচের continue’ বাটনে ক্লিক করুন….

তারপর আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা লিখুন….

পোস্টকোড সিটি সব দিন…. তারপর নিচের অপশন এ টিক চিহ্ন দিন….. তারপর নিচের agree and create account ক্লিক করুন…..

তারপরে স্ক্রিনশট এখনো অপশনটি সিলেক্ট করুন….

তারপর আপনি যে কাজ করেন সেটা ওখানে লেখা সিলেক্ট করুন….

তারপর নিচের continue’ বাটনে ক্লিক করুন….

আপনার বয়স লিখুন তারপর নিচে nationality থেকে বাংলাদেশ সিলেক্ট করুন…. তারপর নিচের টিক চিহ্নটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন…..

তারপর আপনার জিমেইল এ গিয়ে দেখুন একটা মেসেজ পাবেন মেসেজ টি ওপেন করুন…..confirm your email অপশনে ক্লিক করুন…..

তারপর দেখবেন আপনার ব্রাউজারটি ওপেন হয়ে যাবে…. আপনার পেপাল এর পাসওয়ার্ড টি লিখুন…. Confirm email address ক্লিক করুন…

আপনার পেপাল অ্যাকাউন্ট খোলা শেষ চেক করার জন্য উপরে স্ক্রীনশট দেখানো স্থানে ক্লিক করুন…..

একাউন্ট সেটিং এ ক্লিক করুন….


একাউন্ট owner ইনফর্মেশন অপশনে ক্লিক করুন….

আপডেট বাটনে ক্লিক করুন….

Primary লেখা থাকলে মনে করবেন আপনার পেপাল অ্যাকাউন্ট খোলা সাকসেস…….

**কিভাবে আপনার পেপাল অ্যাকাউন্ট থেকে অন্য পেপাল একাউন্টে ডলার সেন্ড করবেন। **

প্রথমে আমার অন্য একটা পেপাল একাউন্ট থেকে এই একাউন্টে 0.10$ সেন্ড করলাম….ভ্যাট কেটে এই একাউন্টে এসেছে 0.08$ আমি ইউ এস অ্যাকাউন্ট থেকে cypus একাউন্টে ডলার সেন্ড করেছি এই জন্য ভ্যাট কেটেছে…. Cypus থেকে cypus দিলে কোন ভ্যাট কাটবেনা..

তারপর একটু নিচের দিকে আসুন দেখবেন send or request payments অপশনে ক্লিক করুন…..

তারপর যে পেপাল একাউন্টে ডলার পাঠাতে চান সেই পেপাল জিমেইল টা ওখানে লিখে নিচের নেক্সট বাটনে ক্লিক করুন….

তারপর উপরে যত ডলার দিতে চান সেটা লিখুন…. তারপর নোটে কিছু লিখতে পারেন…. তারপর নিচের continue’ বাটনে ক্লিক করুন….

Send mayment now অপশনে ক্লিক করুন….

দেখবেন সাথে সাথে ডলার ট্রান্সফার হয়ে যাবে সাকসেস হবে…

আমার অ্যাকাউন্ট চেক করবেন দেখবেন ডলার কেটেছে…

জিমেইলে দেখবেন মেসেজ পাবেন।।।।

বন্ধুরা এটা কিন্তু 100% ভেরিফাইড পেপাল একাউন্ট না…… এটা হল টেম্পোরারি পেপাল একাউন্ট…… এই অ্যাকাউন্ট কমপক্ষে আপনার সাত দিন দশ দিন 15 দিন বা এক মাস থাকতে পারে। আপনারা এটার মাধ্যমে যে কোন অ্যাপস থেকে পেমেন্ট নিয়ে সাথে সাথে সেল করে দিবেন। একাউন্টে ডলার জমিয়ে রাখবেন না তাহলে বাঁশ খাবেন…

পোস্টটি করার মূলত উদ্দেশ্য আমার আপনারা অনেকেই ইনবক্সে আমাকে বলেন যে কিভাবে বাংলাদেশ থেকে 100 পার্সেন্ট ভেরিফাই পেপাল একাউন্ট খুলব….. কিন্তু আমি অনেক ট্রাই করেও 100% ভেরিফাই একাউন্ট খুলতে পারি নাই….. আপনার হয়তো বলতে পারেন টাকা নিয়ে পেপাল একাউন্ট অনেকে সেল করে টাকা দিয়ে সেই অ্যাকাউন্ট কিনলে ও সেটা লিমিট হয়ে যায়…. আমি বারোশো টাকা দিয়ে একটা একাউন্ট কিনছিলাম সেই অ্যাকাউন্ট ও লিমিট হয়ে গিয়েছিল। পরবর্তীতে আমি নিজে ঠিক করেছি। তাই আপনাদের সাজেশন দিচ্ছি আপনার টাকা দিয়ে একাউন্ট না কিনে কিনে টেম্পোরারি একাউন্ট খুলে পেমেন্ট নিয়ে সেল করুন।।

আপনাদের যাদের একাউন্ট লিমিট হয়ে গেছে লিমিট একাউন্টে 100 পার্সেন্ট ঠিক করে দিব সম্পূর্ণ ফ্রিতে.. কেউ ঠিক করতে চাইলে আমাকে ফেসবুকে মেসেজ করবেন….

***** আমার অ্যাকাউন্ট 15 দিন খোলা হয়ে গেছে কিন্তু এখনো কিছুই হয়নি প্রমান দেখুন ******

N——————————————————————————-S

বন্ধুরা আমার আগের পোস্ট যারা মিস করেছেন তারা দেখে নিন

যেকোন MX Player ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেশন সেট করুন। [ Modding পর্ব 1 ]

Fb Lite অ্যাপসে নাইট মোড বাটন এড করুন। [ Modding পর্ব 2 ]

MX Player Background Change + Snow Animation

Airtel Iflix mb ও All Sim Fb mb দিয়ে সবকিছু ইউজ করুন।

কিভাবে Fb Lite ব্যাকগ্রাউন্ডে Particles বা মাকড়সার জালের মতন অ্যানিমেশন সেট করবেন।

N——————————————————————————-S



বন্ধুরা APK Editor দিয়ে কাজ করার পর যদি যেকোন Apps বা গেমস [APP NOT INSTALL??] দেখায়। সেটা কিভাবে Fixed করবেন দেখে নিন। নিচে Apps Not Installed সমস্যার সমাধানে ক্লিক করুন।


HTML tutorial


HTML tutorial



যোগাযোগঃ

Facebook– https://facebook.com/nsasns

Messenger– https://m.me/nsasns

Imo———– https://call.imo.im/nsasns

Email——– [email protected]

NS Sabur

আমি চাই পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে l ভাল লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন।






সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar