ad720-90

ভারতে খাবার, রাত্রিযাপনের আশ্রয়কেন্দ্র দেখাচ্ছে গুগল


ত্রাণ কেন্দ্রগুলোর অবস্থান জানাতে প্রাদেশিক এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে নীবিড়ভাবে কাজ চলছে বলেও জানিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি– খবর আইএএনএস-এর।

গুগল ইন্ডিয়ার জেষ্ঠ্য প্রকল্প ব্যবস্থাপক আনাল ঘোষ বলেন, “কোভিড-১৯ পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে, একইসঙ্গে আমরা এমন সমাধান আনার চেষ্টা করছি যা প্রয়োজনের সময় মানুষকে সহায়তা দেবে।”

“গুগল ম্যাপস-এ খাবার এবং রাত্রিযাপনের আশ্রয়কেন্দ্রগুলোর অবস্থান দেখানো, প্রয়োজন রয়েছে এমন গ্রাহকদের কাছে সহজে তথ্য পৌঁছানোর দিকে এক ধাপ, সরকারি সংস্থাগুলোর দেওয়া খাবার এবং আশ্রয়কেন্দ্র যাতে তাদের কাছে পৌঁছে তা নিশ্চিত করা,” যোগ করেন ঘোষ।

গুগল ম্যাপস, সার্চ এবং গুগল অ্যাসিস্টেন্টের মাধ্যমে এখন ভারতের ৩০টি শহরে এই অবস্থানগুলো দেখতে পারবেন গ্রাহক।

শীঘ্রই হিন্দি ভাষায়ও এই অবস্থানগুলো দেখাবে গুগল। পাশাপাশি যোগ করা হবে অন্যান্য ভারতীয় ভাষা। আর এই সেবার বিস্তার বাড়বে অন্যান্য শহরেও।

স্মার্টফোন বা কাইওএস ডিভাইসে গুগল সার্চ বা গুগল অ্যাসিস্টেন্টের মাধ্যমে এই আশ্রয়কেন্দ্রগুলোর অবস্থান জানা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar