ad720-90

লকডাউনে ই-ক্যাবের পণ্য সরবরাহ চলবে: ডিএমপি 


ডিএমপি সদরদপ্তর ১১ এপ্রিল এক চিঠিতে ওই অনুমতির কথা জানায়।

“আমরা ঢাকা বিভাগীয় কমিশনার ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়েছিলাম আগেই। কিন্তু অনেক সময় দেখা গেছে পণ্য সরবরাহ করে ফেরার পথে সরবরাহ কর্মীরা বাধা পেয়েছেন। এরপর আমরা ডিএমপি’র কাছে আলাদা করে অনুমতি চাই।”- বিডিনিউজকে বলেন ই-ক্যাব মহাসচিব মোহম্মদ আব্দুল ওয়াহেদ তমাল।

অনুমতির প্রেক্ষিতে সদস্যদের একটি করে প্রত্যয়নপত্র ও স্টিকার দিতে শুরু করেছে সংগঠনটি। সব সদস্যকে ই-মেইলের মাধ্যমে ডিএমপি অনুমতির কপিও পাঠানো হয়েছে।

“নিজ নিজ বাসায় থাকা জনসাধারণকে যেন ঘর থেকে বের হতে না হয় সেটি নিশ্চিত করতেই সংগঠনটির সদস্য প্রতিষ্ঠানগুলো অবিরাম পরিশ্রম করে যাচ্ছে।”

নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ঔষধ সরবরাহের কাজে সংগঠনটির শতাধিক সদস্য প্রতিষ্ঠান ও তাদের প্রায় দুই হাজার কর্মী প্রতিদিন ৪০ হাজারের মতো পরিবারের কাছে জরুরি পণ্য পৌঁছে দিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ই-ক্যাব।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar