ad720-90

লকডাউনের বিরুদ্ধে টুইটারে ক্ষোভ ঢালছেন মাস্ক


টুইটারে বরাবরই স্পষ্টভাষী এই টেসলা প্রধান। এ কারণে এর আগে সমালোচনা এবং মামলার মুখেও পড়তে হয়েছে তাকে।

নতুন করে করোনাভাইরাস লকডাউনের প্রতিবাদে বেশ কিছু টুইট করেছেন মাস্ক। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মার্চ মাসে এক টুইট বার্তায় মাস্ক বলেন, “করোনাভাইরাস নিয়ে আতঙ্ক হচ্ছে মূর্খতা।”

বুধবার চলতি বছর টেসলার প্রথম প্রান্তিকের আয়ের হিসাব জানানোর সময় প্রতিবাদ আরেক ধাপ এগিয়ে নিয়ে লকডাউনের বিষয়টিকে ফ্যাসিবাদী বলে দাবি করেছেন মাস্ক।

আসুন মিলিয়ে দেখি কেবল দুই দিনেই কী কী টুইট করেছেন মাস্ক-

২৯ এপ্রিল:

— “যুক্তরাষ্ট্রকে মুক্ত করো।”

— “মানুষকে তার স্বাধীনতা ফিরিয়ে দাও!”-কোভিড-১৯ লড়াইয়ে শাটডাউন কাজ করছে কিনা ওয়াল স্ট্রিট জার্নালের একটি মতামত প্রতিবেদনও টুইটে শেয়ার করে এই টুইট করেন তিনি।

— “চমৎকার টেক্সাস!”- গভর্নরের টাস্ক ফোর্সের নতুন নীতিমালা অনুযায়ী শুক্রবার থেকে টেক্সাসের রেস্টুরেন্ট, খুচরা বিক্রয় কেন্দ্র এবং অন্যান্য ব্যবসা খোলা হবে এমন ঘোষণার প্রশংসা করে এই টুইট করেন মাস্ক।

— “হ্যাঁ, যত্ন এবং যথেষ্ট সুরক্ষার সঙ্গে পুনরায় চালু করুন, কিন্তু সবাইকে বাড়িতে আটক রাখবেন না।” টেক্সাস প্রতিবেদনের নিচে এক গ্রাহকের মন্তব্যের জবাবে মাস্কের এই টুইট।

— “ক্যালিফোর্নিয়ার হাসপাতালগুলো এই সময়ে অর্ধেক খালি ছিল। ক্যালিফোর্নিয়ার এইচএইচএস (হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস) সার্ভার ক্র্যাশ করেছে। হয়তো এটি কোভিড আক্রান্ত হয়েছে।”

৩০ এপ্রিল:

— “যে কারণে জোরপূর্বক আইসোলেশন খারাপ” ‘বিচক্ষণ নীতিনির্ধারক, যাদের আতঙ্ক এড়ানোর সাহস আছে এবং বাস্তবতার ওপর নির্ভরশীল’ আমেরিকানস-এর এমন প্রতিবেদন শেয়ারের সময় বলেন মাস্ক।

— “সব মৃত্যুকে করোনাভাইরাস মৃত্যু বানানো, যদি করোনাভাইরাস মৃত্যুর কারণ না ও হয়ে থাকে, এটা স্রেফ মিথ্যাচার।”

— “এটি জনগণকে বিভ্রান্ত করছে।”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar