ad720-90

আশেপাশে করোনা রোগী থাকলে জানিয়ে দেবে WHO-এর অ্যাপ


উপসর্গ চিনে করোনা আক্রান্তের খোঁজ দেবে মোবাইল অ্যাপ। যে স্মার্টফোনে এই অ্যাপ থাকবে, তার আশেপাশে কোনও করোনা আক্রান্ত থাকলেও তা জানিয়ে দেবে এটি। এ মাসেই এমন স্মার্ট অ্যাপ আনতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO।

সংবাদসংস্থা রয়টার্সকে WHO-এর প্রধান জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, কোনও ব্যক্তি নিজের লিঙ্গ, বয়স, উচ্চতা, ওজন, তিনি আগে কোন কোন রোগে আক্রান্ত হয়েছেন তার ইতিহাস, রক্তের গ্রুপ, কোন কোন ওষুধ খান (জেনেরিক নাম) তার নাম, শরীরের তাপমাত্রা-সহ একাধিক তথ্য বিস্তারিত ভাবে দিলে Google Earth ম্যাপে ওই ব্যক্তির অবস্থান চিহ্নিত করে WHO-এর এই নয়া করোনা অ্যাপটি বলে দেবে তিনি করোনায় আক্রান্ত কিনা!

এই অ্যাপ ব্যবহারকারীকে জানিয়ে দেবে, কী কী স্বাস্থ্যবিধি ও আগাম সতর্কতা তাঁকে মেনে চলতে হবে। এছড়াও ব্যবহারকারীর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন, কনটেনমেন্ট জোন থেকে তিনি কতটা দূরে রয়েছেন, ব্যবহারকারীর লালারস পরীক্ষা করাতে হবে কিনা ইত্যাদি খুঁটিনাটি বিষয় আগে থেকেই জানিয়ে দেবে এই অ্যাপ।

এই অ্যাপের সাহায্যে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে বলে বিশ্বাস WHO-এর আধিকারিকদের।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar