ad720-90

মার্কিন কোভিড গবেষণা চুরির চেষ্টায় চীনা হ্যাকাররা: পম্পেও


বিবৃতিতে পম্পেও বলেন, “কোভিড-১৯ মহামারীতে সাইবারস্পেসে চীনের আচরণে ধ্বংসাত্মক কার্যকলাপ যোগ হয়েছে।”

“যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর মিত্র ও অংশীদাররা জীবন বাঁচাতে একটি সমন্বিত, স্বচ্ছ পদক্ষেপের দিকে এগোচ্ছে তখন চীন ব্যস্ত রয়েছে বিজ্ঞানী, সাংবাদিক এবং নাগরিকদেরকে চুপ করানোর কাজে। পাশাপাশি ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে, যা এই স্বাস্থ্য সংকটের বিপদ আরও বাড়িয়ে দিচ্ছে।”

চীনা হ্যাকাররা করোনাভাইরাস বিষয়ক গবেষণার ক্ষেত্রে হুমকি দাবি করে এরই মধ্যে যৌথ বিবৃতিতে সতর্ক করেছে দেশটির তদন্ত সংস্থা এফবিআই এবং নিরাপত্তা সংস্থা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি  (ডিএইচএস)। ওই সতর্কবাণীর একদিন পরেই এমন মন্তব্য করলেন দেশটির শীর্ষ কূটনীতিক– খবর রয়টার্সের।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রী দাবি করেছেন, মার্কিন সংস্থায় চীনের সঙ্গে সম্পৃক্ত হ্যাকারদের ডিজিটাল অনুপ্রবেশ তদন্ত করছে এফবিআই, “তারা জানতে পেরেছে যে টিকা, চিকিৎসা এবং পরীক্ষাসহ কোভিড-১৯ গবেষণার মূল্যবান মেধাসত্ত্ব সম্পত্তি ও জনস্বাস্থ্যের ডেটা হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে।”

হ্যাকারের পরিচয় বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি এফবিআই বা হোমল্যান্ড সিকিউরিটি। যুক্ত্রাষ্ট্রের এই দাবিকে উড়িয়ে দিয়েছে ওয়াশিংটনে চীনা দূতাবাস।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar