ad720-90

জুলাইয়ে ‘নন-সিকিউরিটি’ আপডেট ছাড়বে মাইক্রোসফট


এবার জুলাই মাস থেকে আবারও অন্যান্য আপডেট শুরু করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে, শুরুতে শুধু উইন্ডোজ ১০ এবং উইন্ডোজ সার্ভার সংস্করণ ১৮০৯ ও পরবর্তী সংস্করণের জন্য আপডেট আনবে মাইক্রোসফট। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের।  

মাইক্রোসফট ঐচ্ছিক এ আপডেটগুলোর নাম দিয়েছে ‘প্রিভিউ’। এই আপডেটের সঙ্গে যে নিরাপত্তা সংশ্লিষ্ট নয় এবং এটি স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হবে না তা বোঝাতেই এরকম নাম রেখেছে প্রতিষ্ঠানটি। প্রতি মাসের তৃতীয় সপ্তাহে এ ধরনের প্রিভিউ আপডেট দেবে মাইক্রোসফট, আর প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে পাওয়া যাবে নিরাপত্তা আপডেট।

সম্প্রতি উইন্ডোজ ১০ আপডেটের প্রিন্টিং বাগ সমস্যা সারাতেও ‘ফিক্স’ এনেছে মাইক্রোসফট। মূলত বিভিন্ন সংস্করণের অপারেটিং সিস্টেমের জন্য একাধিক আপডেট এনে সমস্যা সমাধানের চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar