ad720-90

হুয়াওয়ে নিয়ে এল অ্যাপ খোঁজার প্ল্যাটফর্ম


বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে অ্যাপ খোঁজার প্ল্যাটফর্ম ‘পেটাল সার্চ উইজেট-ফাইন্ড অ্যাপস’ নিয়ে এসেছে। এই অ্যাপস সার্চ উইজেট ব্যবহার করে ১০ লাখের বেশি অ্যাপস ডাউনলোড করা যাবে। বাংলাদেশি গ্রাহকেরা হুয়াওয়ে অ্যাপ গ্যালারি থেকে এটি ডাউনলোড করতে পারবেন।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হুয়াওয়ের এ অ্যাপ স্টোর থেকে প্রতি মাসে ৪২ কোটি গ্রাহক তাদের সেবা নিয়ে থাকেন। এ ছাড়া ফোন ক্লোন করে পুরোনো স্মার্টফোন থেকে নতুন স্মার্টফোনেও অ্যাপস, ডেটা, ফাইলস ও ছবি স্থানান্তরের সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, স্মার্টফোন ব্যবহার অভিজ্ঞতাকে আরও সহজ করতে সহায়তা করবে পেটাল সার্চ উইজেট-ফাইন্ড অ্যাপস।

হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের (বাংলাদেশ) কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং বলেন, ‘হুয়াওয়েতে আমরা আমাদের গ্রাহকদের নতুন ও উদ্ভাবনী প্রযুক্তি সরবরাহ করতে অঙ্গীকারবদ্ধ। পেটাল সার্চ উইজেট-ফাইন্ড অ্যাপসের মাধ্যমে হুয়াওয়ে ব্যবহারকারীরা তাঁদের ডিভাইসের জন্য প্রয়োজনীয় সব অ্যাপস সহজে খুঁজে পাবেন।’





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar