ad720-90

[Hot Post] যেকোনো টিভি চ্যানেলের লিংক বের করুন এবং আপনার ওয়েবসাইটে টিভি চ্যানেল এড করে ভিজিটর বাড়ান! 😱


প্রথমেই সবাইকে জানাচ্ছি সালাম!

আজকের ট্রিকটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। 😉

হ্যাঁ,আজকের এই ট্রিকটির মাধ্যমে আপনি আপনার শখের ওয়েবসাইটটিতে ভিজিটর সংখ্যা বাড়াতে পারবেন।এই ট্রিকটি ফলো করে আপনারা আপনাদের ওয়েবসাইটে লাইভ টিভি চ্যানেল এড করতে পারবেন।যা আপনার কষ্টের ওয়েবসাইটে ভিজিটর আনতে মুখ্য ভূমিকা পালন করবে। তো আ মরা জানি যে,টিভি চ্যানেল ওয়েবসাইটে এড করতে দরকার টিভি চ্যানেলগুলোর স্ট্রিমিং লিংক।যা অনেকেই টাকা দিয়ে কিনে থাকেন বা অনেকের হাতে পায়ে ধরে সংগ্রহ করেন।কিন্তু এসব টিভির লিংকগুলো অনেকটা অস্থায়ী।তাই পুনরায় আবার টাকা দিয়ে বা অন্য কোনো পন্থায় সংগ্রহ করতে হয়!

তো আজকের ট্রিকটি আপনাকে এক্ষেত্রে টিভির লিংকগুলো বের করতে সহযোগীতা করবে।এখন থেকে আপনি নিজেই যেকোন টিভি চ্যানেলের লিংক বের করতে পারবেন।

তো চলুন বেশি কথা না বলে কাজে চলে যাই। 😉

কার্যপ্রণালীঃ

১) প্রথমে এই লিংক থেকে এপটি ডাউনলোড করে নিন।

২) এরপর Zip ফাইলটি আনজিপ করে নিন।
আনজিপ করতে পাসওয়ার্ডের প্রয়োজন হবে।পাসওয়ার্ডটি হলোঃ bdallroundertv

ZArchiver এপ দিয়ে ফাইলটি আনজিপ করতে পারেন।
এপের লিংক এখানে

৩) এবার জিপ ফাইলটি আনজিপ করলে নিচের এপটি পাবেন।সেটি ইনস্টল করে ওপেন করুন।

৪) এরপর

৫) এরপর

৬)এরপর

৭) এরপর

৮) এরপর

১০) এবার আপনাকে এমন একটি এপ সিলেক্ট করতে হবে।যেসব এপে লাইভ টিভি দেখা যায়। যেমনঃ live net tv ইত্যাদি

অথবা অনেক ওয়েবসাইট আছে,যেগুলোতে লাইভ টিভি দেখা যায়।তো সেসব ওয়েবসাইটের মাধ্যমে লিংক সংগ্রহ করতে পারেন।সেজন আপনি যে ব্রাউজার দ্বারা ওয়েবসাইটটি ভিজিট করবেন,সেই ব্রাউজারটি সিলেক্ট করতে হবে।যেমনঃ গুগল ক্রোম।

তো আমি নিচের এপটি দিয়ে টিভির লিংক সংগ্রহ করবো।সেজন্য আমি সেই এপটির লিংক লিখে সার্চ দিলাম এবং সেটি সিলেক্ট করলাম।

১১) এরপর যে টিভি দেখার এপটি সিলেক্ট করলেন,সেটি ওপেন করুন।

১২) আমি Sony Ten2 চ্যানেলের লিংক বের করবো।সেজন্য সেই চ্যানেলটি প্লে করবো।

১৩) প্লে করা হলে স্ক্রিনের উপর ঘন ঘন টাচ করতে থাকুন।প্রায় ৭-৮ সেকেন্ড অনবরত টাচ করতে থাকুন।

১৪)এবার এপটি ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দিন এবং আমাদের ডাউনলোড করা এপটি পুনরায় ওপেন করুন।এরপর লাল বক্সের মতো চিহ্নটিতে ক্লিক করে স্টপ করে দিন।

১৫) এবার নিচের দেখানো জায়গায় ক্লিক করুন।

১৬) এবার এখান থেকে কিছু লেখা কপি করতে হবে।
প্রথমে Host লেখার পরে 103.205.133.19 (এই লেখাটির শেষে / চিহ্নটি দিবেন) কপি করে যেকোনো নোট প্যাডে লিখুন।অবশ্যই কপি করা লেখাটির পূর্বে http:// এটিও লিখে নিবেন নোট প্যাডে।

১৮) এবার Get লেখাটির পরের অংশ থেকে HTTP লেখার আগ পর্যন্ত কপি করবেন অর্থ্যাৎ hls/ten2.m3u8 এইটুকু।

এবার আমরা প্রথমে যে লেখাটা কপি করেছিলাম সেটির সাথে কোনো রকম স্পেস ছাড়া কপি করে দিবেন।

ঠিক এরকম লিংক হবেঃ http://103.205.133.19hls/ten2.m3u8

১৯) এবার প্রমাণের জন্য যেকোন ব্রাউজের লিংকটি কপি করে পেস্ট করে দেই!

২০) এই দেখুন চ্যানেল প্লে হচ্ছে 😊😄

২১) এবার চ্যানেলটি যদি আপনার ওয়েবসাইটের কোনো একটা জায়গায় দেখাতে চান তাহলে নিচের কোডগুলো দরকার হবে।কোডগুলো আপনারা Zip ফাইলটির ভিতরে পেয়ে যাবেন।

এবার কোড কপি করে “TV Channel” এর জায়গায় আপনি যে চ্যানেলটি দেখাতে চান,সেটির লিংক এড করে দিবেন।আপনি আপনার ওয়েবসাইটের যেখানে চ্যানেল দেখাতে চান,সেখানে কোডগুলো কপি করে পেস্ট করে দিলেই হবে।

এরপরেও না বুঝলে বা বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন।তাহলে আর কোনো রকম সমস্যা হবে না।

ভিডিও লিংকঃ ক্লিক করুন (Youtube)

(ভিডিও embed আকারে দেওয়া যাচ্ছে না।তাই এভাবে দেওয়ার জন্য দুঃখিত)

এরকম আরো ট্রিক সবার আগে পেতে BD Allrounder TV চ্যানেলটিকে সাবসক্রাইব করুন।

চ্যানেল লিংকঃ BD Allrounder TV

আজ এ পর্যন্তই।পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ট্রিক নিয়ে।ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন,সুস্থ থাকুন।
★★★ধন্যবাদ★★★





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar