ad720-90

হং কংয়ের ডেটা অনুরোধে সাড়া দেবে না গুগল


প্রতিবেদনে রয়টার্স বলছে, চলতি বছর জুন মাসে নতুন এই আইন কার্যকর হওয়ার পর থেকে দেশটিকে কোনো ডেটা দেয়নি গুগল। ভবিষ্যতেও এমন অনুরোধে সাড়া দেবে না বলে শুক্রবার জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এক ইমেইল বিবৃতিতে গুগল বলেছে, “সব সময়ের মতোই যুক্তরাষ্ট্রের বাইরের কর্তৃপক্ষ অপরাধ তদন্তের স্বার্থে কূটনৈতিক প্রক্রিয়ায় ডেটার জন্য অনুরোধ জানাতে পারবে।”

ওয়াশিংটন পোস্ট প্রতিবেদনে শুক্রবার জানিয়েছে, ডেটা নিয়ে হং কং কর্তৃপক্ষের সরাসরি অনুরোধে সাড়া দেওয়া বন্ধ করবে গুগল। এ ধরনের চুক্তিতে এখন হং কংকেও চীনের মূল ভূখণ্ডের মতোই বিবেচনা করবে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার হং কং পুলিশকে গুগল জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিউচুয়াল লিগাল অ্যাসিস্টেন্স ট্রিটির মাধ্যমে ডেটা অনুরোধে সাড়া দেবেন কর্মকর্তা। এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবে মার্কিন বিচার বিভাগও।

জুলাই মাসেই হং কংয়ের পক্ষ থেকে আসা ডেটা অনুরোধ প্রক্রিয়াকরণ বাতিল করেছে ফেইসবুক, গুগল এবং টুইটার।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar