ad720-90

টিকটকের যে কোনো চুক্তিতে বাঁচবে মার্কিন ডেটা


সম্প্রতি টিকটকের আগ্রহী ক্রেতার দলে শামিল হয়েছে ওরাকল। এ ব্যাপারে মন্তব্য জানতে চাওয়া হয়েছিল মার্কিন অর্থমন্ত্রীর কাছে। কিন্তু ওরাকল বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

তবে, মেনুশেন মনে করছেন, চীনা মালিকানাধীন শর্ট ভিডিও অ্যাপ কেনার যে কোনো চুক্তি মার্কিন ডেটাকে সুরক্ষিত রাখবে।

“আমরা অনেকগুলো ভিন্ন ভিন্ন জটিলতা দেখছি এবং আমি এটুকু নিশ্চিত করতে চাই যে, যে কোনো অনুমোদিত চুক্তি আমেরিকান ডেটার সুরক্ষা এবং এটির মার্কিন প্রতিষ্ঠানে পরিণত হওয়া নিশ্চিত করবে।” – সিএনবিসি টেলিভিশনকে সাক্ষাৎকারে বলেছেন মেনুশেন।       

টিকটকের মার্কিন ব্যবসা কিনতে আগ্রহ প্রকাশ করেছে টুইটার। অন্যদিকে চুক্তির চেষ্টা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। শুধু মার্কিন ব্যবসা নয় টিকটকের পুরো বৈশ্বিক ব্যবসা অধিগ্রহণে জোর দিচ্ছে মাইক্রোসফট। বিশেষভাবে ইউরোপ এবং ভারতের টিকটক ব্যবসা কিনতে আগ্রহী তারা। আজ খবর এসেছে ওনাকলের সে দৌঁড়ে শামিল হওয়ার।

টিকটকের মার্কিন ব্যবসা বিক্রি করতে ইতোমধ্যেই ৯০ দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডের বাইরে অন্যান্য অঞ্চলের ব্যবসা বেচতে টিকটক রাজি নয় উঠে এসেছে ফিনানশিয়াল টাইমসের পৃথক এক প্রতিবেদনে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar