ad720-90

ক্ষতিপূরণ হিসেবে ৯৫ লাখ ডলার দেওয়ার দাবি করছে ভিএনজি।


দুই সূত্র বলছেন, ভিএনজি’র সহযোগী প্রতিষ্ঠান জিংয়ের অডিও ব্যবহারের জন্য প্রতিষ্ঠানের সম্মতি নেয়নি টিকটক।

প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বলছে, হো চি মিন সিটির আদালতে দেওয়া আইনি নথিতে ক্ষতিপূরণ দাবি করেছে ভিএনজি। পাশাপাশি জিংয়ের মিউজিক ব্যবহার বন্ধেরও দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আদালতের নথি বলছে, “টিকটক অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট উভয় প্ল্যাটফর্ম থেকেই জিংয়ের সব মিউজিক সরানোর অনুরোধ এবং ক্ষতিপূরণ হিসেবে ৯৫ লাখ ডলার দেওয়ার দাবি করছে ভিএনজি।”

২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে ভিএনজি কর্পোরেশন। অনলাইন গেইমস, মিউজিক স্ট্রিমিং এবং মেসেজিং অ্যাপ্লিকেশনের জন্য পরিচিত প্রতিষ্ঠানটি।

প্রাতিষ্ঠানিক ডেটা অনুযায়ী, ভিয়েতনামে লাফিয়ে বেড়েছে টিকটকের জনপ্রিয়তা। অগাস্ট মাসে দেশটিতে টিকটকের গ্রাহক সংখ্যা বেড়েছে এক কোটি। আপলোড হয়েছে লাখো ভিডিও ক্লিপ।

মামলার বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হয়নি টিকটক এবং ভিএনজি কোনো প্রতিষ্ঠানই।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar