ad720-90

ইনস্টাগ্রামে ভুয়া লাইক; মামলা ঠুকলো ফেইসবুক


ফেইসবুক বলছে, ‘নাকরুতকা’ নামের সেবার মাধ্যমে “বট এবং স্বচালিত সফটওয়্যার ব্যবহার করে ভুয়া লাইক, কমেন্ট, ভিউ এবং ফলোয়ার দেওয়া হতো ইনস্টাগ্রামে।”

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট উল্লেখ করেছে, ‘নাকরুটকা’ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ‘মোবিবার্ন’ নামের এক ডেভেলপারের বিরুদ্ধেও ম্যালিশাস সফটওয়্যার দিয়ে ডেটা হাতানোর অভিযোগে মামলা ঠুকেছে প্রতিষ্ঠানটি।

‘মোবিবার্ন’ এর ব্যাপারে নিরাপত্তা গবেষকরা ফেইসবুককে সতর্ক করেছিলেন। তারা বলেছিলেন, ওই ডেভেলপার “ডিভাইস থেকে ফেইসবুকের অনুরোধ করা ডেটা” হাতিয়ে নেয়। এ ধরনের ডেটার মধ্যে ব্যক্তির নাম, সময়, বয়স, ইমেইল আইডি ও লিঙ্গ সম্পর্কিত তথ্য থাকত। ‘মোবিবার্ন সফটওয়্যার’ ইনস্টল করার পরপরই বেহাত হয়ে যেত ডেটা।

ফেইসবুক জানিয়েছে, “নিরীক্ষায় পূর্ণ সহযোগিতা করতে ব্যর্থ হয়েছেন” ওই ডেভেলপার।   

এর আগেও ডেটা অপব্যবহার এবং নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ডেভেলপারদের বিরুদ্ধে এ ধরনের বেশ কিছু মামলা করেছে ফেইসবুক। এ বছরের শুরুতেও এক স্প্যানিশ ডেভেলপারের বিরুদ্ধে ভুয়া ইনস্টাগ্রাম লাইক বিক্রির অভিযোগে মামলা ঠুকেছিল ফেইসবুক। ২০১৯ সালে নিউ জিল্যান্ডের এক প্রতিষ্ঠানের বিরুদ্ধেও একই অভিযোগে আইনি ব্যবস্থা নিয়েছিল সোশাল জায়ান্ট খ্যাত এ প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar