ad720-90

মিলিশিয়া পেইজ নামাতে দেরি, জাকারবার্গ বলছেন “পরিচালনা ত্রুটি”


রয়টার্সের প্রতিবেদন বলছে, ওই মিলিশিয়া দলটি নিজেদের ফেইসবুক পেইজে উইসকনসিনের কেনোশাতে অস্ত্র হাতে নেওয়ার আহবান জানিয়েছিল। পরে বুধবার কেনোশা গার্ডস নামের পেইজটি সরিয়ে দেয় ফেইসবুক।

অস্ত্র হাতে নেওয়ার আহবান জানিয়ে “আর্মড সিটিজেন টু প্রটেক্ট আওয়ার লাইভস অ্যান্ড প্রপার্টি’ নামে ইভেন্টও তৈরি করেছিল ফেইসবুক পেইজটি। ফেইসবুকের “মিলিশিয়া সংস্থা” নীতি ভাঙার কারণেই পেইজটিকে মুছে দেওয়া হয়েছে।

তবে, দেরি করে ফেলেছিল ফেইসবুক। মঙ্গলবার রাতে কেনোশায় বিক্ষোভ শুরু হওয়ার পর দুই জন গুলিতে মারা যান। ওই ঘটনার পরে ব্যবস্থা নিয়েছে ফেইসবুক। শহরটিতে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার গুলিতে পক্ষাঘাতগ্রস্থ হয়েছেন কৃষ্ণাঙ্গ নাগরিক জেকব ব্লেক জুনিয়র। এরই প্রতিবাদে সেখানে তিন রাত ধরে চলছে বিক্ষোভ। মঙ্গলবার রাতেও ওই বিক্ষোভ চলছিল।

ফেইসবুক প্রোফাইলে প্রকাশিত এক ভিডিও বার্তায় জাকারবার্গ জানান, কেনোশা গার্ড পোস্ট এর ব্যাপারে “এক দল মানুষের” অভিযোগ আগেই পেয়েছিলেন তারা।

“প্রাথমিকভাবে অভিযোগ হাতে পান ঠিকাদার ও পর্যালোচকরা, তারা অভিযোগ আমলে নেননি। পরে দ্বিতীয় পর্যালোচনায় স্পর্শকাতর বিষয় হওয়ায় এবং বিপজ্জনক সংস্থা শনাক্তের দায়িত্বে থাকা টিম নীতিমালা লঙ্ঘন টের পাওয়ায়, আমরা সেটি নামিয়ে নিয়েছিলাম।” – বলেছেন জাকারবার্গ।

কেনোশা গার্ড পেইজের কারণেই মঙ্গলবার রাতে দুই জন মারা গেছেন, এমন কোনো প্রমাণ হাতে আসেনি বলেও জানিয়েছেন জাকারবার্গ। বাজফিডের প্রতিবেদন বলছে, অন্তত ৪৫৫ বার অভিযোগ এসেছিল কেনোশা গার্ড ইভেন্টকে নিয়ে, এক ফেইসবুক কর্মী জানিয়েছেন, ওই দিনে ইভেন্টের ব্যাপারে আসা সব অভিযোগের ৬৬ শতাংশই ছিলো কেনাশো গার্ড অভিযোগ।

ফেইসবুক এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে, এ ধরনের বিপজ্জনক সংস্থা শনাক্তে নীতিমালার উন্নয়ন অব্যাহত রাখবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

“নতুন এই নীতিটি গত সপ্তাহে লঞ্চ হয়েছে এবং আমরা এখনও এর প্রয়োগ এক দল বিশেষজ্ঞের মাধ্যমে বাড়াচ্ছি।” – বলেছেন ফেইসবুক মুখপাত্র।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar