রাশিয়া: বাজার আধিপত্যের সুযোগ নিয়েছে অ্যাপল
নীতিমালা লঙ্ঘনের ব্যাপারটি যাতে অ্যাপল মিটমাট করে ফেলে, সেজন্য সংস্থাটি আদেশ দেবে বলেও জানিয়েছে দেশটি। এ বিষয়ে অ্যাপল মুখপাত্র জানিয়েছেন, এফএএস রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা রয়েছে তাদের। অ্যাপল এবং অ্যাপ স্টোর নিয়ে ইউরোপীয় কমিশনের তদন্তের সময়টিতেই এলো রাশিয়ান এ রায়। ওই রায়ে অ্যাপ ডেভেলপারদেরকে নিজস্ব ‘ইন-অ্যাপ পারচেস’ প্রক্রিয়া ব্যবহার করতে বলা হয়েছে। অ্যাপলের আইওএস… read more »