ad720-90

আগামী সপ্তাহেই ভারতে অ্যাপলের অনলাইন স্টোর


রয়টার্সের প্রতিবেদন বলছে, ভারতে ছুটির মৌসুম দূর্গাপূজার আগেই ২৩ সেপ্টেম্বর এই স্টোরটি চালু করার পরিকল্পনা করছে অ্যাপল। প্রতি বছরই এই মৌসুমে ভারতে সবচেয়ে বেশি পণ্য বিক্রি করে প্রতিষ্ঠানগুলো।

বর্তমানে ভারতে তৃতীয় পক্ষের বিক্রেতা এবং অ্যামাজন ও ওয়ালমার্ট মালিকানাধীন ফ্লিপকার্টের মতো ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পণ্য বিক্রি করে অ্যাপল।

প্রায় একশ’ কোটির বেশি নিবন্ধিত মোবাইল ফোন গ্রাহক রয়েছে ভারতে। এর মধ্যে এক তৃতীয়াংশ বেসিক হ্যান্ডসেটের ওপর নির্ভরশীল। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা বৃদ্ধির পেছনে বড় একটি বাজার দেশটি। এ ছাড়া ডিভাইস উৎপাদনের জন্য সস্তায় কর্মীও পাওয়া যায় দেশটিতে।

ভারতের দক্ষিণঞ্চলের দুই অঙ্গরাজ্যে ফক্সকন এবং উইস্ট্রোনের কারখানায় আইফোন ১১-সহ অন্যান্য কিছু মডেলের আইফানও উৎপাদন করে অ্যাপল।

অনলাইন বিক্রির প্ল্যাটফর্মের মাধ্যমে ইংরেজি এবং হিন্দি ভাষায় গ্রাহকদেরকে সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে অ্যাপল।

আইপ্যাড, অ্যাপল পেন্সিল এবং এয়ারপডস-এ ইংরেজির পাশাপাশি বাংলা এবং গুজরাতিসহ আরও কিছু ভারতীয় ভাষায় আইপ্যাডে নাম খোদাই করে নেওয়ারও সুযোগ দেবে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar