ad720-90

অক্টোবরে রাতের আকাশে দেখা যাবে “ব্লু-মুন”


অক্টোবরের ১ ও ৩১ তারিখ রাতে আকাশের বুকে দেখা মিলবে ব্লু-মুনের। বিজ্ঞানীর বলছেন, অক্টোবর মাসে দু’টি পূর্ণিমা হবে আর তাই দেখা যাবে নীল চাঁদ। 

পুরো বিশ্বের সর্বত্র একসঙ্গে এমন নীল চাঁদ দেখার এই ঘটনাটি ঘটবে মাত্র দ্বিতীয়বারের মতো। এর আগে ১৯৪৪ সালে প্রথমবারের মতো সর্বত্র এমন ব্লু মুন দেখা গিয়েছিল।

তবে পৃথিবীর নির্দিষ্ট কিছু স্থান থেকে আংশিকভাবে আরও কয়েক দফা ব্লু মুন দেখা গিয়েছিল। ২০০১ সালে সর্বশেষ এমনটা হয়েছিল। সাধারণত ১৯ বছর পর পর পৃথিবীবাসী ব্লু মুন দেখার সুযোগ পায়। সেই হিসেবে এবার ২০২০ সালে আবারো এসেছে ব্লু মুন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar