ad720-90

বাজারে নতুন ভার্সনের ফোন আনছে নকিয়া


মডেল ৩.৪ ভার্সনের নতুন একটি ফোন বাজারে আনছে নকিয়া। সম্প্রতি এই ফোনটিকে যুক্তরাষ্ট্রের এফসিসি সার্টিফিকেশন ডাটাবেজে দেখা গেছে। নতুন এই ফোনের রিয়ারে সার্কুলার ক্যামেরা সেটাপ থাকছে। ফ্রন্টে থাকছে পাঞ্চ হোল ক্যামেরা।

জানা গেছে, এইচএমডি গ্লোবাল দুইটি ভার্সনে নকিয়া ৩.৪ বাজারে আনবে। একটিতে থাকবে সিঙ্গেল সিম। অন্যটিতে ডাবল সিম। ফোন দুইটির মডেল নম্বর-টিএ-১২৮৩, টিএ-১২৮৫।

ফোনটি ২২ সেপ্টেম্বর বাজারে আসতে পারে। ৩ জিবি র‌্যামের এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৬০ মডেলের চিপসেট থাকতে পারে। ছবির জন্য থাকবে ১৩, ৫ এবং ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar