ad720-90

আইওএস ১৪: পর্দার কোণায় রঙিন ডটের মানে কী?


ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদন বলছে, কোনো অ্যাপ যখন আইফোনের মাইক্রোফোন ব্যবহার করবে তখন কমলা রঙের ডট দেখানো হবে।

আবার কোনো অ্যাপ যদি ডিভাইসের ক্যামেরা ব্যবহার করে, তবে সবুজ রঙের ডট দেখানো হবে।

অ্যাপল বলছে, “যখনই কোনো অ্যাপ আপনার ডিভাইসের মাইক্রোফোন বা ক্যামেরা ব্যবহার করবে তখনই পর্দার ওপরে এই চিহ্ন দেখানো হবে। সম্প্রতি কোনো অ্যাপ যদি মাইক্রোফোন বা ক্যামেরা ব্যবহার করে থাকে তবে কন্ট্রোল সেন্টারে আপনি তা দেখতে পারবেন।”

গ্রাহক যখন পর্দায় ডট দেখতে পাবেন তখন কন্ট্রোল সেন্টার থেকে দেখে নিতে পারবেন, কোন অ্যাপ গ্রাহকের ওপর নজরদারি করছে।

অ্যাপল ছাড়াও তৃতীয় পক্ষের কোনো অ্যাপ ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করলেও ডট দেখানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়াও নতুন আপডেটের ফলে অ্যাপ ইনস্টল করার সময়ই আলাদাভাবে মাইক্রোফোন বা ক্যামেরার জন্য অনুমোদন দিতে হবে গ্রাহককে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar