ad720-90

এনএইচএস কোভিড-১৯ অ্যাপ ডাউনলোডে পুলিশের মানা!


করোনাভাইরাস আক্রান্ত কোনো ব্যক্তির নিকট সংস্পর্শে এলে সতর্ক করে এনএইচএস-এর কোভিড-১৯ অ্যাপ।

বিবিসি’র প্রতিবেদন বলছে, পুলিশ কর্মকর্তা যদি নিজেদের ব্যক্তিগত ফোনে অ্যাপটি ইনস্টল করেন এবং অ্যাপটি যদি স্বেচ্ছায় আইসোলেশনে যাওয়ার জন্য সতর্ক করে, তবে সেটিও মানতে হবে না বলে কিছু কর্মকর্তাকে জানানো হয়েছে।

কর্মীদেরকে অ্যাপের বদলে বাহিনীর নিজস্ব কোভিড-১৯ সহায়তা লাইন ব্যবহার করতে বলেছে ল্যাঙ্কাশায়ার কনস্টাবুলারি।

কোনো পুলিশ কর্মকর্তা যদি ব্যক্তিগত মোবাইলে কোভিড-১৯ অ্যাপটি ইনস্টল করে থাকেন তবে সেটি ডিউটিতে সঙ্গে না রাখতে বলেছে এনপিসিসি।

প্রকাশ্যে এসে কাজ করতে হয় এমন কর্মীদের সঙ্গে পর্দার আড়ালে থেকে কাজ করে যাওয়া কর্মীদের জন্যও এটি কাজ করবে।

ল্যাঙ্কাশায়ার কনস্টাবুলারি’র একজন মুখপাত্র বিবিসিকে বলেন, “আমাদের কর্মকর্তা, কর্মী আর জনগণের স্বাস্থ্য আরও ভালো রাখাই সব সময় আমাদের কাছে প্রাধান্য পায়।”

তিনি আরও বলেন, “কর্মীরা, মানে জনগণের সবাই ব্যক্তিগতভাবে এই ট্র‍্যাক অ্যান্ড ট্রেইস অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এবং তাদের এটি বেছে নেওয়া উচিত।  এক্ষেত্রে কর্মক্ষেত্রে ব্যবহারের জন্য কর্মীদেরকে জাতীয় এনপিসি পজিশন মেনেই  দিক নির্দেশনা দেওয়া হবে।”

কর্মক্ষেত্রের ফোন নিয়ে করা এনপিসিসির নীতিমালা অন্যান্য সব বাহিনীর সঙ্গেও মেলে। তবে তারা জরুরীভাবে এটির যাচাই কার্যক্রমও চালাচ্ছে।

মঙ্গলবার এই নীতিমালা বাতিলও করতে পারে পুলিশ বাহিনী।

বৃহস্পতিবারই যুক্তরাজ্যে উন্মোচিত হয়েছে এনএইচএস কোভিড-১৯ অ্যাপটি। এরই মধ্যে এটি ডাউনলোড হয়েছে এক কোটি ২০ লাখ বারের বেশি





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar