ad720-90

লন্ডনের রাস্তায় আবার ফেরার রায় পেল উবার


নিরাপত্তা শঙ্কার কথা বলে ২০১৯ সালে উবারকে নতুন লাইসেন্স দিতে চায়নি ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) । এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আপিল করেছিলো রাইড শেয়ারিং প্রতিষ্ঠানটি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, সেবা চালিয়ে যাওয়ার জন্য উবার সক্ষম এবং সঠিক অপারেটর বলে সোমবার রায় দিয়েছেন বিচারক।

২০১৭ সালেও উবারের লাইসেন্স দিতে রাজি হয়নি টিএফএল। সে সময় প্রতিষ্ঠানটিকে পরীক্ষামূলকভাবে লাইসেন্স দিয়েছিলেন আরেক বিচারক।

লন্ডনে লাইসেন্স না পাওয়ার বিষয়টি উবারের জন্যও বড় একটি ধাক্কা ছিল। প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ বাজারগুলোর একটি লন্ডন।

সোমবার বিচারক টান ইকরাম বলেছেন, “এই খাতে একটি যৌক্তিক কোনো ব্যবসার কাছ থেকে যা আশা করা যায়, তারা তাই করছে, এমনকি তার থেকেও বেশি।”

“পূর্বে ব্যর্থতা থাকলেও, এখন আমার কাছে লন্ডন কার্যক্রম চালানোর জন্য তারা সক্ষম এবং সঠিক প্রতিষ্ঠান,” যোগ করেন বিচারক।

পূর্বের ভুলের জন্য ক্ষমা চেয়েছে উবার। কিছু দেশে আইনি বাধার মুখে সেবা বন্ধ করতেও বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।

লন্ডনে ওলা, ফ্রিনাও এবং বোল্টের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানও রয়েছে উবারের।

জীবিকার শঙ্কায় লন্ডনের ঐতিহ্যবাহী কালো ক্যাব চালকরা এর আগে রাস্তা বন্ধ করে উবারের বিরুদ্ধে প্রতিবাদও জানিয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar