ad720-90

এবার আইফোন ১২-এর উন্মোচন তারিখ ফাঁস


প্রথাগতভাবে সেপ্টেম্বর ইভেন্টে নতুন আইফোন উন্মোচন করে অ্যাপল। এ বছর সেপ্টেম্বরে একটি ইভেন্ট আয়োজন করলেও আইফোনের দেখা মেলেনি সেই অনুষ্ঠানে।

ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদন বলছে, অ্যাপলের সঠিক তথ্য ফাঁসে খ্যাতনামা ব্যক্তি জন প্রসার দাবি করেছেন, ১৩ অক্টোবরের ইভেন্টে চারটি আইফোন উন্মোচন করবে অ্যাপল।

এক টুইট বার্তায় প্রসার জানিয়েছেন, নতুন চারটি আইফোনের নাম হবে আইফোন ১২ মিনি, আইফোন ১২, আইফোন ১২ প্রো এবং আইফোন ১২ প্রো ম্যাক্স।

প্রসার আরও বলেছেন, “চূড়ান্ত আইফোন ১২ ইউনিটের প্রথম চালান পরিবেশকের কাছে যাচ্ছে ৫ অক্টোবর।”

বেশ কিছু টুইট বার্তায় প্রসার বলেন, “সরবরাহের মধ্যে থাকছে, আইফোন ১২ মিনি ৫.৪ (নিশ্চিতভাবে চূড়ান্ত বিপণন নাম)- ৬৪/১২৮/২৫৬।”

“আইফোন ১২ ৬.১- ৬৪/১২৮/২৫৬। ১৩ অক্টোবর ইভেন্ট, যা আমি আগেই উল্লেখ করেছি।”

পরবর্তীতে আরেক টুইট বার্তায় প্রসার বলেছেন, “চিন্তা করবেন না আইফোন ১২ প্রো এবং প্রো ম্যাক্স শুরু হবে ১২৮ গিগাবাইট মডেল দিয়ে।”

এই তথ্য প্রকাশের আগে আরেক প্রতিবেদনে ইঙ্গিত এসেছে যে, আইফোন ১২-ই হতে পারে অ্যাপলের প্রথম স্মার্টফোন যেখানে বাক্সের সঙ্গে ইয়ারফোন বা চার্জিং প্লাগ নাও আসতে পারে।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar