ad720-90

সফটওয়্যার ত্রুটি: পোলস্টার ২ গাড়ি ফেরত নিচ্ছে নির্মাতা


প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছে ভলভো কারস এবং তাদের মূল প্রতিষ্ঠান চীনের গিলি।

র‍য়টার্সের প্রতিবেদন বলছে, প্রায় দুই হাজার দুইশ’ বৈদ্যুতিক গাড়ি ফেরত নেবে পোলস্টার। বেশ কিছু গাড়ির শক্তি হারানো এবং চলন্ত অবস্থাতেই বন্ধ হয়ে যাওয়ার কারণে গাড়িগুলো ফেরত নিচ্ছে প্রতিষ্ঠানটি।

পোলস্টারের এক মুখপাত্র বলেন, “কোনো দুর্ঘটনা বা ব্যক্তিগতভাবে আহত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। ব্রেক, স্টিয়ারিং এবং অন্যান্য ব্যবস্থা যেভাবে কাজ করার কথা সেভাবেই কাজ করছে।”

চীনা ব্যবসায়িক দৈনিক ডানজেনস ইন্ডাস্ট্রির প্রতিবেদন বলছে, যত দ্রুত সম্ভব সার্ভিস স্টেশন থেকে সফটওয়্যার ত্রুটি সারিয়ে নিতে শুক্রবার গ্রাহকদেরকে বলেছে পোলস্টার।

চলতি বছরই চীনে পোলস্টার ২-এর উৎপাদন শুরু করে নির্মাতা প্রতিষ্ঠানটি। চীন, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রি করেছে পোলস্টার।

অগাস্ট মাসে পোলস্টার প্রধান টমাস ইনজেনলাথ বলেছেন, দুই থেকে তিন বছরের মধ্যে বছরে ৫০ হাজারের বেশি গাড়ি বিক্রির লক্ষ্য রয়েছে পোলস্টারের।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar