ad720-90

অনলাইনে ফিরলো সাইবার হামলার শিকার সিএমএ সিজিএম


গত মাসেই এই সাইবার হামলার কবলে পড়েছে ফরাসি প্রতিষ্ঠানটি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের পেরিফেরাল সার্ভারে ম্যালওয়্যার হামলার ফলে অনলাইন সেবায় অ্যাকসেস বন্ধ করে দিয়েছিলো সিএমএ সিজিএম।

রোববার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, “সিএমএ সিজিএম গ্রুপের ই-কমার্স সাইট আবারও লাইভ হয়েছে, মূল সব কার্যকরিতা আপ হয়েছে এবং চলছে। অ্যাপ্লিকেশন ও জরুরি কার্যকরিতাগুলো এখন চলছে এবং এগুলো নিরাপদ।”

আলাদা একটি ঘটনায় ১ অক্টোবর জাতিসংঘের শিপিং সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) জানিয়েছে, সাইবার হামলার কবলে পড়ে প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং ইন্ট্রানেট বন্ধ হয়েছে। আরও সম্ভাব্য ক্ষতি এড়াতে আইটি বিশেষজ্ঞরা মূল ব্যবস্থাগুলো বন্ধ করেছে।

এই সাইবার হামলার এক সপ্তাহ পর পুরো সেবা পুনরায় চালু করেছে আইএমও। প্রতিষ্ঠানের এক মুখপাত্র বলেছেন, পূর্বেও এটি সাইবার হামলার মুখে পড়েছে, তবে এবারই প্রথম সেবা বন্ধ হলো।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar