ad720-90

'নিজস্ব' টাকিলা আনলো টেসলা


এই পানীয় আনতে আগেই অঙ্গীকার করেছিলেন প্রতিষ্ঠান প্রধান ইলন মাস্ক। পূর্বের অঙ্গীকার রাখতেই বৃহস্পতিবার ‘বৈদ্যুতিক সংকেত’ আকৃতির বোতলে টাকিলা উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, আড়াইশ’ মার্কিন ডলারের এই পানীয় তৈরি করেছে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার স্পিরিট ব্র্যান্ড নসোট্রোস টাকিলা।

নির্দিষ্ট কিছু অঙ্গরাজ্যের জন্যই বৃহস্পতিবার পানীয়টি উন্মুক্ত করেছিলো টেসলা, যা মূহুর্তেই ফুরিয়ে গেছে। একজন গ্রাহকের জন্য সর্বোচ্চ দুই বোতল অর্ডারের সীমাবদ্ধতা দিয়েছিলো প্রতিষ্ঠানটি।

অনেক বছর ধরেই এই প্রকল্পের কাজ চলছিলো। এর আগে পণ্যটি নিয়ে মজা করে মাস্ক বলেছেন এটির নাম হবে ‘টেসলাকিলা’ এবং এই নামের ট্রেডমার্কের জন্য আবেদন করবে প্রতিষ্ঠানটি।

২০১৮ সালে পানীয়ের একটি প্রটোটাইপের ছবিও টুইট করেছিলেন মাস্ক।

মডেল ৩ গাড়ি উৎপাদনকালে এক পর্যায়ে দেউলিয়া হওয়া থেকে মাত্র এক মাসের ব্যবধানে থাকার কথা জানিয়ে গত সপ্তাহেই পত্রিকার শিরোনাম হয়েছেন টেসলা প্রধান।

গত মাসেই তৃতীয় প্রান্তিকে রেকর্ড লাভের হিসাব দিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। পাশাপাশি বছরে পাঁচ লাখ গাড়ি বিক্রির লক্ষ্য ঠিক রাখারও ঘোষণা দিয়েছে টেসলা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar