ad720-90

ইন্টারনেটের গতিধীর হওয়া সংক্রান্ত বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ প্রসঙ্গে….বিএসসিসিএল


নিউজ টাঙ্গাইল ডেস্ক: বিএসসিসিএল এর SEA-ME-WE-4 সাবমেরিন ক্যাবল মেরামতের কারণে ইন্টারনেটের গতিধীর হওয়া সংক্রান্ত বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ প্রসঙ্গে  সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি দৈনিক জনকণ্ঠসহ কতিপয় সংবাদ মাধ্যমে বিএসসিসিএল এর বরাত দিয়ে SEA-ME-WE-4 সাবমেরিন ক্যাবল মেরামত/রক্ষণাবেক্ষণ জনিত কারণে আগামী তিনদিন ইন্টারনেটের গতি কম থাকবে মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে। এর প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সংবাদ মাধ্যমে প্রকাশিত SEA-ME-WE-4  সাবমেরিন ক্যাবলে মেরামতজনিত কারণে সেবাবিঘ্নিত হবার তথ্যটি সঠিক নয়। বর্তমানে বিএসসিসিএলএর আওতাধীন দুইটি সাবমেরিন ক্যাবলের কোনটিতেই কোন মেরামতের কাজ চলমান নেই এবং নিরবিচ্ছিন্নভাবে সেবা প্রদান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য যে, সাবমেরিন ক্যাবল মেরামত বা দূর্ঘটনাজনিত কারণে বিএসসিসিএলএর  সেবাবিঘ্নিত হলে কর্তৃপক্ষ যথাসময়ে বিষয়টি গণমাধ্যম / প্রেস রিলিজের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অবহিত করে থাকে ।

মহা ব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ)
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড
প্রধান কার্যালয়, ঢাকা।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar