ad720-90

‘কথা না শুনলে’ ফেইসবুক বন্ধের হুমকি ভিয়েতনামের


এপ্রিল মাসে ভিয়েতনাম সরকারের অনুরোধে স্থানীয় গ্রাহকদের জন্য ‘রাষ্ট্র-বিরোধী’ পোস্ট সেন্সর করা লক্ষ্যণীয় হারে বাড়িয়েছে ফেইসবুক। তবে, সমালোচনামূলক পোস্টগুলোতে সীমাবদ্ধতা বাড়ানোর লক্ষ্যে অগাস্টে আবারও ফেইসবুকের কাছে ‘অনুরোধ’ পাঠিয়েছে সরকার।

প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেছেন, “আমরা এপ্রিলে একটি চুক্তি করেছি। চুক্তি অনুসারে ফেইসবুক নিজেদের অংশটি পূরণ করেছে এবং আমরা আশা করেছি ভিয়েতনাম সরকারও একই কাজ করবে।”

“তারা আমাদের কাছে আবার এসে ভিয়েতনামে কনটেন্টে সীমাবদ্ধতা বাড়ানোর দাবি জানিয়েছেন। আমরা তাদেরকে না বলে দিয়েছি।”

“আমরা যদি তাদের দাবি না মেনে নেই তাহলে কী হবে, এ ধরনের কিছু হুমকি দিয়ে এই অনুরোধ এসেছে,” যোগ করেন ওই কর্মকর্তা।

ফেইসবুক কর্মকর্তা আরও বলেছেন, ভিয়েতনামে ফেইসবুক পুরোপুরি বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে দেশটির সরকার।

ফেইসবুকের জন্য বড় একটি বাজার ভিয়েতনাম। সংশ্লিষ্ট দুই সূত্র জানিয়েছেন এই বাজার থেকে ফেইসবুকের আয় আসে প্রায় একশ’ কোটি মার্কিন ডলার।

কনটেন্ট নীতিমালা নিয়ে ক্রমেই ফেইসবুকের ওপর বিভিন্ন দেশের সরকারের চাপ বাড়ছে। নতুন নীতিমালা এবং জরিমানার হুমকিও পেয়েছে সামাজিক মাধ্যমটি।

রয়টার্সের প্রশ্নের জবাবে ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফেইসবুকের উচিত স্থানীয় আইন মেনে চলা এবং “প্রথাগত ভিয়েতনামি রীতিনীতি এবং রাষ্ট্রের চাহিদা অমান্যকারী তথ্য ছড়ানো বন্ধ করা।”

ফেইসবুকের এক মুখপাত্র দাবি করেছেন, আরও কনটেন্ট সেন্সর করতে সম্প্রতি ভিয়েতনামে বাড়তি চাপের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar