ad720-90

মহামারীতে সহায়তা দিতে ম্যাপস আপডেট করল গুগল


ডিএমপি নিউজঃ মহামারীতে গ্রাহকদের আরও তথ্য দিয়ে সহায়তা করতে গুগল অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং মোডের পাশাপাশি ম্যাপস সেবা আপডেট করেছে গুগল।

গুগল ম্যাপসের গ্রাহক সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে। এই গ্রাহকদের সহায়তা করতে গুগল ম্যাপস অ্যাপ আপডেট করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।

গুগল ম্যাপসের পণ্য বিভাগের প্রধান ডেইন গ্লাসগো বলেন, গুগল ম্যাপস গ্রাহকের রিয়েল টাইম তথ্যের ওপর ভিত্তি করে অ্যান্ড্রয়েড এবং আইওএসে আপনি দেখতে পাবেন বাসে ভিড় কেমন বা সাবওয়েতে গাড়ির সারি কেমন।

কোভিড স্তর চালুর পর থেকে গুগল ম্যাপসের মাধ্যমে কোভিড-১৯ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে প্রায় এক কোটি গ্রাহককে সহায়তা দিয়েছে বলে দাবি করেছে গুগল৷

অ্যান্ড্রয়েড ও আইওএস গুগল ম্যাপসে খাবার টেইকআউট এবং সরবরাহ আদেশের খবর জানার ফিচারও চালু করেছে গুগল। আপাতত যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, ব্রাজিল এবং ভারতে এই ফিচারটি চালু করেছে প্রতিষ্ঠানটি৷

গ্লাসগো আরো বলেন, এখন আপনি জানতে পারবেন কখন খাবার সরবরাহ নিতে হবে বা কখন এটি আপনার দরজায় পৌঁছাবে।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar