ad720-90

আসুন গার্মেন্টসের কাজ শিখি বেকারত্ব কমায় ( কোয়ালিটি ইন্টারভিউ প্রশ্ন ) জেনে রাখুন ৷


কোয়ালিটি চাকরিতে যেসব প্রশ্ন করা হয়: 

মৌখিক প্রশ্ন লিখিত প্রশ্ন দুই ধরনের প্রশ্ন করা হয় . কোয়লিটি ইন্টারভিউতে নতুন দের জন্য  (মানে যারা আগে চাকরি করেনি ) কোয়ালিটির বাহিরে প্রশ্ন করা হয় .আবার যারা পুরাতনদের ( মানে যারা আগে চাকরি করেছে তাদের) জন্য কোয়ালিটির ভিতরে সব প্রশ্ন থাকবে . 

 নতুন চাকরির জন্য ইন্টারভিউ (লিখিত): 

  1. নতুন চাকরির জন্য আপনাকে প্রচুর পরিমানে সাধারন ঙান জানা থাকতে হবে ৷ সচরাচর যে প্রশ্ন গুলা বেশির ভাগ গার্মেন্টসে ধরে যে তা তুলে ধরা হলোঃ 
    1. বাংলাদেশ স্বাধিনাতাকে ১ম কোন মুসলিম দেশ স্কৃিতি দেয় ? উওরঃ ইরাক ৷
    2. বাংলাদেশে কত তারিখে স্বাধিনতা দিবস পালন করা হয়?  উওরঃ ২৬সে মার্চ ৷ 
    3. রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিবো ! কার উক্তি?  উওরঃ শেখ মুজিবুর রহমান ৷
    4. কত তারিখে শ্রমিক দিবস পালন করা হয়?  উওরঃ ১লা মে ৷ 
    5. এই রকম আরো অনেক প্রশ্ন জানতে হবে আপনাকে ৷
  2. অনেক ফুলমিনিং জানতে হবে: 
    1. JSC<•>Junior School Certificate
    2. SSC<▪>Secondary School Certificate
    3. HSC<▪>Higher Secondary Certificate
    4. GPA<•>grade point average

~ এগুলার ভিতরে  (লিখিত ও মৌখিক) প্রশ্ন থাকবে ৷

 

  1. 1-30 প্রযুন্ত ইংরেজী লেখা জানতে হবে:
    1. 1 =one
    2. 5=Five
    3. 9=Nine
    4. 15=Fifteen
    5. 20= Twenty
    6. 26=twentysix
    7. 30=Thirty

1-30 এর ভিতরেই প্রশ্ন থাকবে (আপনাকে লিখিত পরিক্ষা দিতে হবে) ৷

  1. স্মার্ট থাকতে হবে: ↬ চাক-চিক্য নতুন অথবা ভালো পোশাক পড়তে হবে ৷ চুল ছোট হলে চাকরির জন্য বোনাস পয়েন্ট ৷   
  2. টি-সার্ট পরা যাবে না: ↳ সার্ট অথবা পলো সার্ট পড়তে হবে ৷ সার্টের বাটন যেন খোলা না থাকে বুক প্রযুন্ত সে দিকে খেয়াল রাখতে হবে ৷
  3. ইংরেজি মোটামুটি জানতে হবে.
  4. কথা স্পষ্ট বলতে হবে .
  5. যা যা প্রশ্ন করবে তার উত্তর দিতে হবে .

নোটঃ উপরের প্রশ্ন নতুন পুরাতন উভয়ের মধ্যে থাকবে ৷

 

নতুন চাকরির জন্য ইন্টারভিউ (মৌখিক):

 

ফুলমিনিং:👇

    1.  JSC<•>Junior School Certificate
    2. SSC<▪>Secondary School Certificate
    3. HSC<▪>Higher Secondary Certificate
    4. GPA<•>grade point average

 

সাধারন প্রশ্ন: 👇

  1. কি পাস করেছ?
  1. SSC/HSC (যেটা পাশ করেছেন সেটা বলবেন) 
  1. কত পয়েন্ট পেয়েছিলে?
  1. GPA:4.09 (আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটা বলবেন) ৷
  1. GPA এর ফুল মিনিং কি?
  1. GPA এর ফুল মিনিং  কি সেটা বলবেন ৷
  1. Ssc ফুল মিনিং বলুন?
  1. Ssc এর ফুল মিনিং  কি সেটা বলবেন ৷
  1. কোন বিভাগ থেকে পাশ করেছ ? 
  1. যে বিভাগ থেকে পাশ করছেন সেটা বলবেন ৷
  1. কত সালে SSCHSC পাশ করেছ?
  1. আপনি যে সালে পাশ করেছেন সে সাল বলবেন ৷
  1. আপনার নাম কি?
  1. আপনার নাম কি সেটা বলবেন ৷
  1. আপনার বাবা/মার নাম কি?
  1. আপনার বাবা/মার নাম কি বলবেন ৷
  1. আপনার ঠিকানা কোথায় / আপনার দেশের বারি কই?  
  1. আপনার ঠিকানা কোথায় / আপনার দেশের বারি কই সেটা বলবেন ৷
  1. আপনার SSC/HSC বিষয় গুলার নাম কি? 
  1. আপনার SSC / HSC বিষয় গুলার নাম কি ছিল তা বলেদিবেন ৷
  1. এই কাগজে কি লেখা পড়? 
  1.  আপনাকে কোন একটা পেপার দিবে দেখে ইংরেজী দ্রত পড়তে হবে ৷

মনে রাখুনঃ আপনার Certificate ও জন্ম নিবন্ধনে যে তথ্য গুলা আছে সেগুলাই বলতে হবে ৷ উল্টাপাল্টা হলেই চাকরি হবে না ৷ 

নোটঃ উপরের প্রশ্ন নতুন পুরাতন উভয়ের মধ্যে থাকবে ৷

 

💁পুরতন লোকদের জন্য( লিখিত/মৌখিক পরিক্ষা):

  • SPI বলতে কি বুঝ??  কত CM এ   ১ ইঞ্চি???

উওর : stitch per inch অর্থাৎ প্রতি ইঞ্চিতে কি পরিমান সেলাই বা stitch আছে। ২.৫৪ সি এম =এক ইঞ্চি।

  • গার্মেন্টস এবং এ্যাপারেল শব্দের অর্থ কি???

উওর: Garments শব্দের অর্থ পোষাক আর  Apparel শব্দের অর্থ ফ্যাশান ।

  • Quality শব্দের অর্থ কি?

উত্তর: গুনগতমান ৷

  • ALTER কত প্রকার ও কি কি?

উওর: তিন প্রকার যথা: 

    1. ক্রিটিক্যাল অল্টার,
    2. মেজর অল্টার এবং
    3.  মাইনর অল্টার ৷
  • ৫ টি ক্রিটিক্যাল অল্টারের নাম বল?

উওর:

১) রক্তের দাগ, ২) লেবেল মিসিং/মিস্টেক, ৩) বার কোড মিস্টেক, ৪) ধারালো অস্ত্র

এবং ৫) প্রসেস মিসিং/মিস্টেক ইত্যাদি ৷

  • ৫ টি মেজর  অল্টারের নাম বল?

উত্তর: ১- ওপেন সিয়েম, ২- প্লিট, ৩- ব্রোকেন, ৪- আন ইভেন শিয়ারিং ৫- রয়েজ

আরো কিছু তুলে ধরলাম,(আন ইভেন সেপ,আন ইভেন লব, আন ইভেন স্টিচ,আন ইভেন জয়েন স্টিচ, সেড, ডাউন স্টিচ, স্কিপ স্টিচ ) ইত্যাদি ৷

  • কয়েকটি মাইনর অল্টারের নাম বল?

উত্তর: ১— আনকাট থ্রেড ২— ফ্লাইং থ্রেড ৩— আপ-ডাউন ৪— লুজ থ্রেড  ৷

  • কিছু বডির পার্টের নাম বলতে বলবে সেগুলার ঠিকঠাক উওর দিতে হবে ৷ 

যেমনঃ



 

সম্ভাব্য লিখিত ও মৌখিক প্রশ্ন  নিচে তুলে ধরা হলোঃ

  1. নিজের সম্পর্কে কিছু বলুন?
  2.  আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন?
  3. আগে কোন ফ্যাক্টরিতে কাজ করেছেন?কতদিন কাজ করেছেন? আগের অফিসের ID Card আছে? (যেহেতু আমরা ট্রিকবিডি থেকে সাজেশন নিয়ে ইন্টারভিউ দিবো তাই বলবেন যে কোন একটা গার্মেন্টসের নাম, এক/দুই বছরের  অভিজ্ঞতা, ID card নাই রিজাইন দিয়েছেন ৷ ) 
  4. আমাদের কোম্পানির কারো সাথে কি পরিচয় আছে? (থাকলে বলবেন আছে , রেফার হলে সহজেই চাকরি পেয়ে যাবেন) 
  5.  আপনাকে যদি নিয়োগ দেওয়া হয় কত দিন আমাদের সাথে কাজ করার ইচ্ছে আছে?(যত দিন রিজিক আছে তত দিন)

 

ফুলমিনিং:👇

 

  1. JSC means-Junior School Certificate
  2. SSC means-Secondary School Certificate
  3. HSC means-Higher Secondary Certificate
  4. GPA means-grade point average
  5. GPQ means-Guide line for Production & Quality.
  6. RQS means- Requirement for Quality System.
  7. NQC means- Nominated Quality Control.
  8. SPI= Stitch Per Inch
  9. SPCM= Stitch Per Centee Meter.
  10. IPE In lire process inspection.
  11. SIP= Standard inspection Procedure.
  12. QiMS= Quality Management System.
  13. BGMEA= Bangladesh Garments Manufacturer Exporter Association.
  14. ESTI= Bangladesh standard Testing institution.
  15. BOM Sheet: Bil! Of Material.
  16. MO Sheet: Material Order Sheet.
  17. DO Sheet= Delivery Order Sheet.

 

💡সাধারন প্রশ্ন: ❓👇

  1. কি পাস করেছ?
  1. SSC/HSC (যেটা পাশ করেছেন সেটা বলবেন) 
  1. কত পয়েন্ট পেয়েছিলে?
  1. GPA:4.09 (আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটা বলবেন) ৷
  1. GPA এর ফুল মিনিং কি?
  1. GPA এর ফুল মিনিং  কি সেটা বলবেন ৷
  1. Ssc ফুল মিনিং বলুন?
  1. Ssc এর ফুল মিনিং  কি সেটা বলবেন ৷
  1. কোন বিভাগ থেকে পাশ করেছ ? 
  1. যে বিভাগ থেকে পাশ করছেন সেটা বলবেন ৷
  1. কত সালে SSCHSC পাশ করেছ?
  1. আপনি যে সালে পাশ করেছেন সে সাল বলবেন ৷
  1. আপনার নাম কি?
  1. আপনার নাম কি সেটা বলবেন ৷
  1. আপনার বাবা/মার নাম কি?
  1. আপনার বাবা/মার নাম কি বলবেন ৷
  1. আপনার ঠিকানা কোথায় / আপনার দেশের বারি কই?  
  1. আপনার ঠিকানা কোথায় / আপনার দেশের বারি কই সেটা বলবেন ৷
  1. আপনার SSC/HSC বিষয় গুলার নাম কি? 
  1. আপনার SSC / HSC বিষয় গুলার নাম কি ছিল তা বলেদিবেন ৷
  1. এই কাগজে কি লেখা পড়? 
  1.  আপনাকে কোন একটা পেপার দিবে দেখে ইংরেজী দ্রত পড়তে হবে ৷

মনে রাখুনঃ আপনার Certificate ও জন্ম নিবন্ধনে যে তথ্য গুলা আছে সেগুলাই বলতে হবে ৷ উল্টাপাল্টা হলেই চাকরি হবে না ৷ 

নোটঃ পুরাতন লোকদের ইন্টারভিউ ভালো দিলে বেতন ভালো হয় ৷ আর চাকরির অভিজ্ঞতা ৩/৪/৫ বছর বললে ভালো আর ভালো বেতন ধরে ৷

ধন্যবাদ





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar